লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন

এই মাসের শুরুতে আমরা চীনের টেক কোম্পানি Vivo সম্পর্কে একটি এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম, যেখানে কোম্পানির “ভি” সিরিজের আগামী ডিভাইস Vivo V17 এর ব‍্যাপারে কিছু তথ্য দেওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল Vivo ভি সিরিজের এই আগামী ডিভাইস  Vivo V17 এর প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং এই স্মার্টফোনটি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতীয় বাজারে চলে আসবে। এবার Vivo V17 এর লাইভ ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যার থেকে এই ফোনটির লুক ও ডিজাইন জানা গেছে। 

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Moto G8, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Vivo V17 এর ফোটো রাশিয়ান টেক পাবলিকেশনের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। ফোটোয় ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে যার ফলে লঞ্চের আগেই Vivo V17 ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে। Vivo V17 এর লুক অনেকটা চীনে লঞ্চ হ‌ওয়া Vivo S5 ফোনটির মতো। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচ আছে। 

Vivo V17 লুক

Vivo V17 ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি সেন্সর আছে। সেট‌আপে তিনটি সেন্সর লম্বালম্বি অর্থাৎ ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সরটি এই তিনটি সেন্সরের ডানদিকে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরগুলির বাঁদিকে ক‍্যামেরা ডিটেইলস লেখা আছে। ক‍্যামেরা সেট‌আপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচে ভার্টিক‍্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে। 

আরও পড়ুন : 60 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হতে পারে OPPO Reno 3

Vivo V17 এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সিকিউরিটি সেন্সর দেওয়া হয়নি, তাই মনে করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোটোয় ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

Vivo V17 স্পেসিফিকেশন

লিক থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে, যেখানে বলা হয়েছে এই ফোনটি 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে Vivo V17 এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Vivo V17 ফোনটিতে 8 জিবি শক্তিশালী র‍্যাম দেওয়া হতে পারে এবং এর সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। তবে মার্কেটে Vivo V17 ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। 

আরও পড়ুন : Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

Vivo V17 কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের হবে বলে জানানো হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি আমরা খবর পেয়েছি যে ভারতে Vivo V17 25,000 টাকার বাজেটে লঞ্চ করা হবে এবং Vivo V17 ফোনটি মার্কেটে চলে আসার পর Vivo V17 Pro ফোনটি ডিসকন্টিনিউ করে দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here