Jio ও Airtel এর থেকে যথেষ্ট এগিয়ে Vodafone Idea, দেখে নিন পুরো রিপোর্ট

আরও একবার কল কোয়ালিটির দিক থেকে ভোডাফোন আইডিয়া দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওকেপিছনে ফেলে এগিয়ে গেছে। আসলে ভোডাফোন আইডিয়া গত নভেম্বর মাসে অন্য সব কোম্পানির তুলনায় সবচেয়ে উন্নত কল কোয়ালিটির রেটিং পেয়েছে। TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। তবে এমন ঘটনা এই প্রথম ঘটেনি। এর আগেও ভোডাফোন আইডিয়া এই ধরণের কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কল কোয়ালিটির দিক থেকে কোন কোম্পানি কোন স্থানে রয়েছে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী ও 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল সস্তা Moto G9 Power, সমস‍্যায় পড়তে পারে Samsung

ট্রাইয়ের ওয়েবসাইটে উপস্থিত ইউজার ডেটা সমস্ত নেটওয়ার্ক টাইপ যেমন 2জি, 3জি ও 4জির ওপর ভিত্তি করে জেনারেট করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভয়েস কোয়ালিটির দিক থেকে ভোডাফোন আইডিয়া সবার চেয়ে এগিয়ে। TRAI এই ডেটা MyCall Dashboard এ শেয়ার করেছে। রিপোর্টে বলা হয়েছে কল কোয়ালিটির ক্ষেত্রে 5 এর মধ্যে 4.9 স্কোর পেয়ে প্রথম স্থানে আছে। এক‌ইভাবে ভোডাফোন 5 মধ্যে 4.6 স্কোর পেয়েছে। এছাড়া বিএস‌এন‌এল 5 এর মধ্যে 4.1 রেটিং পেয়েছে। অবশেষে এয়ারটেল ও রিলায়েন্স জিও 5 এর মধ্যে 3.8 পয়েন্ট পেয়েছে।

আউটডোর কল কোয়ালিটির ক্ষেত্রে ভোডাফোন সবার চেয়ে এগিয়ে

ইন্ডোর কল কোয়ালিটির ক্ষেত্রে ভোডাফোন 4.6 পয়েন্ট পেলেও আউটডোর কলের ক্ষেত্রে কোম্পানি পেয়েছে 4.3 পয়েন্ট। এই লিস্টের দ্বিতীয় স্থানে থাকা আইডিয়া ইন্ডোর কলের ক্ষেত্রে 4.9 ও আউটডোর কলের ক্ষেত্রে 4.8 রেটিং পেয়েছে। এক‌ইভাবে এয়ারটেল 3.9 ও 3.5, বিএস‌এন‌এল 3.9 ও 4.3 এবং রিলায়েন্স জিও 3.9 ও 3.6 স্কোর পেয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে Jio এর 5G, ঘোষণা করল মুকেশ আম্বানি

মনে করিয়ে দিই অক্টোবর মাসে সামনে আসা ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী বিএস‌এন‌এল 3.4 / 5 ফিডব্যাক রেটিং, রিলায়েন্স জিও ও ভোডাফোন 3.3 রেটিং এবং এয়ারটেল 3.0 স্টার রেটিং পেয়েছিল। অক্টোবরে ইউজারদের পাওয়া ফিডব্যাক অনুযায়ী বিএস‌এন‌এল ভয়েস কল কোয়ালিটির ক্ষেত্রে প্রথম স্থানে ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here