জিও এবং এয়ারটেইলকে কড়া টক্কর দেওয়ার জন্য দেশের তৃতীয় সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড ইউজারদের জন্য ‘Nonstop Hero’ লঞ্চ করেছে। এই প্ল্যানে রিচার্জ করে প্রিপেইড ইউজাররা তাদের প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়ার আগে ডেটা শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং এই প্ল্যানে আনলিমিটেড 4জি ডেটা উপভোগ কড়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার ননস্টপ হিরো প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: রিলায়েন্স জিওফাইবার, এয়ারফাইবার প্ল্যানে বিনামূল্যে দুই বছরের YouTube Premium, জেনে নিন বিস্তারিত
ভোডাফোন আইডিয়ার ননস্টপ হিরো প্ল্যানের ডিটেইলস
- ভোডাফোন আইডিয়ার ননস্টপ হিরো প্ল্যানের দাম ভারতীয় ইউজারদের জন্য 365 টাকা থেকে শুরু করে 1,198 টাকা পর্যন্ত রাখা হয়েছে।
- এই প্ল্যানটি অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ের মতো সার্কেলে জারি করা হয়েছে।
- এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ছাড়াও অন্যান্য রিচার্জ প্ল্যানের মতো বিভিন্ন বেনিফিট রয়েছে।
নিচে প্ল্যানের দাম এবং বেনিফিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:
দাম | বেনিফিট | ভ্যালিডিটি |
365 টাকা | Unlimited 4G data, voice, and 100 SMS per day | 28 days |
379 টাকা | Unlimited 4G data, voice, and 100 SMS per day | 1 Month |
407 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, SunNxt subscription | 28 days |
408 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and SonyLiv subscription | 28 days |
449 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and Vi Movies and TV subscription | 28 days |
469 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and 3 months Disney+ Hotstar subscription | 28 days |
649 টাকা | Unlimited 4G data, voice, and 100 SMS per day | 56 days |
979 টাকা | Unlimited data, voice, 100 SMS per day, Vi Movies and TV subscription | 84 days |
994 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and 3 months Disney+ Hotstar subscription | 84 Days |
996 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and 90 days Amazon Prime Lite subscription | 84 days |
997 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and SunNxt subscription | 84 days |
998 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and SonyLiv subscription | 84 days |
1,198 টাকা | Unlimited 4G data, voice, 100 SMS per day, and Netflix subscription | 70 days |
সবমিলিয়ে ভোডাফোন আইডিয়ার ননস্টপ হিরো প্ল্যানটি হাই স্পীড কানেক্টিভিটির চাহিদা বৃদ্ধির জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানে ভয়েস, এসএমএস এবং অটিটি সহ আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্ল্যানটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং এটি কোনো ধরনের সংস্থার মাধ্যমে ব্যাবসার কাজে ব্যাবহার করা যাবে না।