ভারতের তৃতীয় সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি বিগত বেশ কিছু সময় ধরে তাদের হারিয়ে যাওয়া গ্রাহকদের ফিরে পাওয়ার চেষ্টা করে চলেছে। এই উদ্দেশ্যে কোম্পানি তাদের পুরনো প্ল্যান আপগ্রেড করছে। এবার Vodafone Idea কোম্পানির ইউজারদের জন্য সুখবর রয়েছে। কোম্পানি তাদের নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানি এই 19 টাকা দামের প্ল্যানটি একটি ডেটা ভাউচার অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করার জন্য গ্রাহকদের কাছে অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকা প্রয়োজন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার (Vi) 19 টাকা দামের সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে।
ভোডাফোন আইডিয়ার (Vi) 19 টাকা দামের প্ল্যান
ভোডাফোন আইডিয়ার 19 টাকা দামের প্ল্যানে 1GB ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা ভাইউচার ভ্যালিডিটি মাত্র 1দিন। জানিয়ে রাখি এই প্ল্যানটি রিচার্জের দিন রাত 11:59 টার সময়ে এর ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। হিসেব করলে দেখা যায় এই প্ল্যানটির ভ্যালিডিটি এক দিনের চেয়েও কম। আবার প্ল্যানটি মূলত সেইসব ইউজারই উপভোগ কড়তে পারবে যাদের কাছে আগে থেকে একটি অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান রয়েছে।
কাদের জন্য বেস্ট 19 টাকা দামের প্ল্যান?
এই 19 টাকার প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে যারা কম সময়ের মধ্যে পছুর পরিমাণ ডেটা ব্যবহার করে। এছাড়াও যাদের একদিনে অনেকটা ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি বেস্ট অপশন।
49 টাকা দামের প্ল্যানে পাওয়া যাচ্ছে তিন গুন বেশি ডেটা
জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানি তাদের 49 টাকা দামের প্ল্যানে তিন গুন ডেটা অফার চালু করেছিল। ভিআই এর এই 49 টাকা দামের প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র এক দিন। এই প্ল্যানটিও রিচার্জের দিন রাত 11:59টার সময় শেষ হয়ে যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে 20জিবি ডেটা পাওয়া যাচ্ছে। অন্যদিকে আগে এই প্ল্যানে ইউজারদের 6জিবি ডেটা দেওয়া হত।