Vodafone Idea ইউজারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে 3GB ডেটা, জেনে নিন কিভাবে

কয়েক দিন আগে Vodafone Idea তাদের নাম রিব্র‍্যান্ড করে Vi রেখেছে। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোম্পানির মূল লক্ষ্য এক‌ই সঙ্গে এয়ারটেল ও রিলায়েন্স জিওর গ্ৰাহকদের আকর্ষণ করে নিজেদের কোম্পানিতে টেনে নেওয়া। এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি তাদের প্ল‍্যানের সঙ্গে বিনামূল্যে Zee5 এর সাবস্ক্রিপশন দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার Vi তাদের প্রিপেইড ইউজারদের অ্যাকাউন্টে 3 জিবি ফ্রি ডেটা ক্রেডিট করছে যা গ্ৰাহকরা তিন দিন ধরে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno4 SE 5G, এতে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 65W SuperVOOC টেকনোলজি

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী কিছু ভোডাফোন ইউজার তাদের অ্যাকাউন্টে 3 জিবি ফ্রি ডেটা ক্রেডিট হ‌ওয়ার কথা জানিয়েছেন। কোম্পানি এই ডেটা সম্পূর্ণ র‍্যানডম ভাবে দিচ্ছে। তাই কোনো ভাবেই বলা সম্ভব নয় কে এই বেনিফিট পাবেন আর কে পাবেন না। প্রসঙ্গত MPCG, গুজরাট ও মুম্বাইসহ আরও বেশ কিছু সার্কেল থেকে এই রিপোর্ট পাওয়া গেছে।

কোম্পানির 49 টাকা দামের All Rounder প‍্যাক রিচার্জ করলে Vi 3 জিবি ডেটা দিচ্ছে। এই রিচার্জ প‍্যাকে 38 টাকা টকটাইম, 100 এমবি ডেটা ও 28 দিন ভ‍্যালিডিটি পাওয়া যায়। কিন্তু আগেই বলেছি, সবাইকে এই অফার দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: 4000mAh ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K42

এছাড়া কোম্পানি তাদের একটি নতুন অফার অনুযায়ী প্রিপেইড গ্ৰাহকদের কিছু বাছাই করা প্ল‍্যান রিচার্জ করলে এক বছরের জন্য বিনামূল্যে জি5 এর সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল‍্যানগুলির দাম হল: 355 টাকা, 405 টাকা, 595 টাকা, 795 টাকা ও 2,595 টাকা।

A woman talks on her mobile phone as she walks past a Vodafone store in London September 2, 2013. Verizon Communications was poised on Monday to take full control of its U.S. wireless business with a $130 billion deal to buy out Vodafone and end a decade-long corporate standoff. REUTERS/Stefan Wermuth (BRITAIN – Tags: BUSINESS TELECOMS)

কোম্পানির এই নতুন অফার অনুযায়ী Vi এর বাছাই করা প্ল‍্যানগুলি রিচার্জ করে গ্ৰাহকরা এক বছরের জন্য 12টি ভাষায় এক বছরের জন্য বিনামূল্যে জি5 এর কন্টেন্ট উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here