iPhone ইউজারদের জন্য WhatsApp এর উপহার, পাঠানো যাবে হাই কোয়ালিটি ইমেজ

আজকের দিনে দাঁড়িয়ে হোয়াটস‌অ্যাপ সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন অ্যাপ হোয়াটস‌অ্যাপ তাদের প্ল‍্যাটফর্মে প্রায়ই নতুন নতুন ফিচার যোগ করে থাকে যাতে এই অ্যাপকে আরও আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায়। কিছু দিন আগেই হোয়াটস‌অ্যাপ অ্যান্ড্রয়েড বেটার জন্য একটি ফিচার রোল‌আউট করেছিল। এই ফিচারের সাহায্যে ইউজাররা হাই কোয়ালিটি ইমেজ পাঠাতে পারে। এবার কোম্পানি এই ফিচারকে আরও এক্সপ‍্যান্ড করে iOS Beta অ্যাপের জন‍্য‌ও এটি পেশ করেছে। এই পোস্টে আমরা এই ফিচার সম্পর্কে আলোচনা করব।

WhatsApp এর নতুন ফিচার

WABetaInfo সবার আগে হোয়াটস‌অ্যাপের এই ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এই ফিচার ব‍্যবহার করে আইফোন ইউজার‍রা কোনো গ্ৰুপে বা কন্ট‍্যাক্টকে হাই কোয়ালিটি ছবি পাঠাতে পারবেন। এই ফিচার ইউজারদের ছবি শেয়ার করার সময় তিনটি অপশন দেয়। তিনটি অপশনের মধ্যে প্রথমটি অটোমেটিক, ইন্টারনেট স্পীডের ওপর নির্ভর করে নিজে থেকেই ছবির কোয়ালিটি সেট করে। দ্বিতীয়টি হল বেস্ট কোয়ালিটি যার সাহায্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ছবি পাঠানো যায়। এছাড়া ডেটা সেভার অপশন ব‍্যবহার করে অপেক্ষাকৃত লোয়ার কোয়ালিটির ইমেজ শেয়ার করা যাবে।

জানিয়ে রাখি হোয়াটস‌অ্যাপের এই নতুন ফিচারের বেস্ট কোয়ালিটি অপশন কোনো ছবির কোয়ালিটি শুধুমাত্র 80 শতাংশ পর্যন্ত ধরে রাখে। প্রসঙ্গত হোয়াটস‌অ্যাপ যে অ্যালগরিদমের মাধ্যমে ফোটো কম্প্রেস করা হয় তা এই অপশনের ক্ষেত্রে অত্যন্ত কম ব‍্যবহার করা হয়। তবে ইউজাররা এই অপশনগুলির মাধ্যমে স্ট‍্যাটাস আপডেট করতে পারবেন না। স্ট‍্যাটাস আপলোডের সময় কোয়ালিটি নিজে থেকেই আগের মতো কম্প্রেস হয়ে যাবে।

অন‍্যদিকে, ডেটা সেভার অপশনের ক্ষেত্রে হোয়াটস‌অ্যাপ একটি ছবিকে যতটা সম্ভব ততটা কম্প্রেস করে। আমরা মনে করছি যখন ডেটা বাঁচানো প্রয়োজন এবং ওয়াইফাই রেঞ্জের বাইরে থাকবেন শুধুমাত্র তখনই এই ফিচারটি ব‍্যবহার করুন। এই অপশন ব‍্যবহার করলে প্রতিটি ছবির রেজলিউশন অনেকটাই কমে যাবে। হোয়াটস‌অ্যাপের পক্ষ থেকে ধীরে ধীরে এই ফিচার রোল‌আউট করা হচ্ছে। iOS হোয়াটস‌অ্যাপ বিটা টেস্টাররা খুব তাড়াতাড়ি এই ফিচারের আপডেট পেয়ে যাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here