WhatsApp আনতে চলেছে নতুন আপডেট, এক সঙ্গে 32 জন করতে পারবেন ভিডিও কল

Highlights

  • রিপোর্ট অনুযায়ী এই আপডেট iOS ইউজারদের জন্য জারি করা হয়েছে।
  • অ্যান্ড্রয়েড ইউজারদের এই ফিচারের জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।
  • এর আগে 15 জন সদস্য এক সঙ্গে ভিডিও কল করতে পারতেন।

WhatsApp তাদের আইওএস ইউজারদের জন্য একটি নতুন আপডেট জারি করতে চলেছে। এর ফলে এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিও কলিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর হবে। মেটার অধীনস্থ এই অ্যাপ তাদের গ্রুপ ভিডিও কলের মেম্বার সংখ্যা বাড়িয়ে 32 করে দিয়েছে। এর ফলে অনেক মানুষ এক সঙ্গে ভিডিও কল করতে পারবেন। জানিয়ে রাখি এতদিন একটি গ্রুপ ভিডিও কলে সর্বোচ্চ 15 জনকে ইনভাইট করা যেত। আরও পড়ুন: কনফার্ম হল iQOO 12 এর ভারতে লঞ্চ, প্রথম পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3

WABetaInfo এর একটি রিপোর্ট অনুযায়ী 32 জনের সঙ্গে ভিডিও কলের এই ফিচার iOS 23.22.72 ভার্সনে দেখা যেতে পারে, তবে আমরা এই ফিচার এখনও পর্যন্ত পাইনি। ফিচার ট্র্যাকারের দেওয়া নতুন তথ্য অনুযায়ী আইওএস আপডেটের জন্য নতুন WhatsApp ইনস্টল করে ইউজাররা 32 জন গ্রুপ মেম্বারদের কলে যোগ করার জন্য ইনভাইট করার ফিচার দেওয়া হবে।

এর আগের আপডেটে গ্রুপ কলের জন্য 32 জন মেম্বার সাপোর্ট করত। কিন্তু ইউজাররা শুরুতে শুধুমাত্র 15 জন মেম্বারদের সিলেক্ট করতে পারতেন। নতুন আপডেট পেলে ইউজাররা শুরুতেই 32 জন মেম্বার যোগ করতে পারবেন। ফলে গ্রুপ কল এক্সপেরিয়েন্স আরও সহজ-সরল এবং আকর্ষণীয় হয়ে উঠবে। আরও পড়ুন: 3,000 টাকা সস্তা হয়ে গেল 6,000mAh Battery এবং 12GB RAM সহ এই 5G Phone, 15 হাজার টাকার রেঞ্জে এসে গেল দাম

কিভাবে ভিডিও কলে 32 জনকে যোগ করবেন?

স্টেপ 1- প্রথমে একটি গ্রুপ চ্যাট ওপেন করুন, যেখানে ভিডিও কল করতে চাইছেন।
স্টেপ 2- এবার স্ক্রিনের ওপরের দিকে অবস্থিত ভিডিও কল বা ভয়েস কল বাটনে ট্যাপ করুন।
স্টেপ 3- এবার কনফার্ম করুন আপনি গ্রুপ কল করতে চাইছেন।
স্টেপ 4- সেই গ্রুপে যদি 32 জন বা তার কম ইউজার থাকে তবে সমস্ত অ্যাভেলেবেল ইউজারদের সঙ্গে গ্রুপ কল শুরু হয়ে যাবে।
স্টেপ 5- মনে রাখতে হবে যদি গ্রুপে 32 জনের বেশি মেম্বার থাকে তবে যে 32 জনের সঙ্গে কথা বলতে চান তাদের সিলেক্ট করতে হবে।
স্টেপ 6- মেম্বার সিলেক্ট করে ভিডিও কল বা ভয়েস কল বাটনে ট্যাপ করে কল শুরু করতে পারবেন।

জানিয়ে রাখি সম্প্রতি WhatsApp বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করার ঘোষণা করেছিল। গত 24 অক্টোবর, 2023 থেকে অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ও এর থেকে পুরনো এবং আইওএস 10 ও আইওএস 11 অপারেটিং সিস্টেম সহ ডিভাইসে এই অ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে গেছে। আরও পড়ুন: মাত্র 19,999 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসুন Apple iPhone 14! দীপাবলি উপলক্ষে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিল, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here