WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন পাঠানো যাবে নিজের পছন্দের AI স্টিকার

Highlights

  • মেটা WhatsApp এর জন্য জারি করেছে এআই স্টিকার।
  • শীঘ্রই সব ইউজার ব্যাবহার করতে পারবেন এই ফিচার।
  • ডেসক্রিপশন লিখে তৈরি করা যাবে স্টিকার।

ইউজারদের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য সম্প্রতি মেটা তাদের WhatsApp এ নতুন এআই ফিচার পেশ করেছে। AI বেসড স্টিকার ইউজারদের ক্রিয়েটিভিটি, এক্সপ্রেশন এবং প্রোডাক্টিভিটিতে সাহায্য করে। শুরুতে এই ফিচার শুধুমাত্র বিটা টেস্টিঙের জন্য পেশ করা হলেও এবার কোম্পানির পক্ষ থেকে এটি সমস্ত ইউজারদের জন্য জারি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ধীরে ধীরে এই ফিচার সব দেশেই রোলআউট করে দেওয়া হবে। তাই এখনও আপনি যদি এই ফিচার না পেয়ে থাকেন তবে আর কিছু দিন অপেক্ষা করুন।

ব্লগ পোস্ট অনুযায়ী নতুন স্টিকার ইমেজ জেনারেশনের টেকনোলজি Emu এবং Llama 2 তে বেস করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের পছন্দের স্টিকার তৈরি করতে পারবেন।

WhatsApp এ AI স্টিকার কিভাবে তৈরি করবেন?

স্টেপ 1- প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে WhatsApp এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।
স্টেপ 2- এরপর হোম স্ক্রিনে চ্যাট অপশনে প্রেস করুন এবং “More” আইকনে ট্যাপ করুন।
স্টেপ 3- এবার “Create” এ ক্লিক করে “Continue” তে ট্যাপ করতে হবে।
স্টেপ 4- এবার ইউজারদের জেই রকম স্টিকার প্রয়োজন সেটি “Description” এ লিখুন।
স্টেপ 5- প্রসেস হয়ে গেলে স্টিকার জেনারেট হবে এবং যেটি পছন্দ হবে সেটি শেয়ার করা যাবে।

এছাড়া ইউজাররা এই স্টিকার সেভ করেও রাখতে পারবেন, যা ভবিষ্যতে আবার ব্যাবহার করা যাবে।

স্টেপ 1- যে স্টিকার আপনি তৈরি করেছেন, চ্যাট বক্সে গিয়ে সেটিতে লং প্রেস করুন।
স্টেপ 2- “Add to favorites” অপশন দেখা যাবে।

জানিয়ে রাখি বর্তমানে AI স্টিকার শুধুমাত্র ইংরেজি ভাষা সাপোর্ট করে। অর্থাৎ ইউজারদের “Description” ইংলিশেই লিখতে হবে।

থাকছে স্টিকার রিপোর্ট করার অপশন

কোম্পানি তাদের ইউজারদের জন্য খারাপ এবং কুরুচিকর স্টিকার রিপোর্ট করার অপশনও রেখেছে। যদি কোনো স্টিকার দেখে মনে হয় এটি খারাপ বা অশ্লীল বা কারোর অনুভূতিকে আঘাত করতে পারে তখন সেই স্টিলার লং প্রেস করে “Report” অপশন সিলেক্ট করতে পারবেন। ইউজাররা যে স্টিকার রিপোর্ট করতে চান সেটি প্রেস করে রেখে “>” আইকনে ট্যাপ করুন এবং “রিপোর্ট করুন” অপশন সিলেক্ট করে “রিপোর্ট” অপশনে ক্লিক করুন।

কার্টিন ইউনিভার্সিটির ইন্টারনেট স্টাডিজের প্রফেসর তামা লিভার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে এমুর স্টিকার ব্যাবহার করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

উদাহরণ হিসাবে তিনি “child with gun” ডেসক্রিপশন লেখেন, AI ওয়ার্নিং দিয়ে জানায় এই ইনপুট মেটার কমিউনিটি গাইডলাইন মেনে চলে না। অথচ “গ্রেনেড নিয়ে বাচ্চা” এর মতো ডেসক্রিপশনের উত্তরে এআই স্টিকার তৈরি করে দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here