Highlights
- 15টিরও বেশি ডিভাইসে বন্ধ হয়ে যাবে WhatsApp।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এমন হয়।
- অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই লিস্ট প্রকাশ করা হয়েছে।
এবার থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ্লিকেশন WhatsApp বেশ কিছু স্মার্টফোনে কাজ করবে না। ব্র্যান্ড 15টিরও বেশি ডিভাইসের লিস্ট জারি করেছে যেগুলিতে আর WhatsApp চলবে না। চলুন দেখে নেওয়া যাক আর কোন কোন ডিভাইসে কাজ করবে না WhatsApp।
এইসব ফোনে চলবে না WhatsApp
WhatsAppএর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 24 অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 4.1 বা তার পুরনো ডিভাইসে WhatsAppকাজ করবে না। কোম্পানি এই বিষয়ে একটি নতিশ পর্যন্ত জারি করেছে। নিচে দেওয়া লিস্টে দেখে নিন আপনার ফোনে আগামী দিনে WhatsAppকাজ করবে কি না।
- Samsung Galaxy Note 2
- Samsung Galaxy S2
- Samsung Galaxy Nexus
- Samsung Galaxy Tab 10.1
- Nexus 7 (upgradable to Android 4.2)
- HTC One
- Motorola Xoom
- Motorola Droid Razr
- HTC Desire HD
- HTC Sensation
- LG Optimus 2X
- LG Optimus G Pro
- Sony Xperia Z
- Sony Xperia S2
- Sony Ericsson Xperia Arc3
কোম্পানি আরও জানিয়ে দয়েছে যেসব ফোনে এখন থেকে WhatsApp চলবে না সেইসব ফোনের ইউজারদের আগে থেকেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। এর আগে যদি ইউজাররা তাদের ডিভাইস আপডেট করে নেন তবে তাঁরা আগের মতোই WhatsApp উপভোগ করতে পারবেন। কোনো কারণে আপডেট না হলে এই অ্যাপ আর কাজ করবে না।
কিভাবে চেক করবেন ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন?
নিজের অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম চেক করার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন-
- প্রথমে নিজের ফোনের “সেটিংস” অপশনে যান।
- স্ক্রল করে “অ্যাবাউট ফোন” বা “অ্যাবাউট ডিভাইস” অপশন সিলেক্ট করুন।
- এখানে “সফটওয়্যার ইনফরমেশন” সিলেক্ট করুন।
- এখানে নিজের ফোনের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য যাবতীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন