খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

কিছু দিন আগেই Qualcomm তাদের লেটেস্ট ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন চিপসেট হিসেবে Snapdragon 8 Gen 1 5G লঞ্চ করেছে। এই চিপসেট লঞ্চের আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল কোম্পানি এবার তাদের চিপসেট নামকরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে এবং হয়েছেও তাই। কোয়ালকমের নতুন চিপসেট লঞ্চ হ‌ওয়ার পরেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই লেটেস্ট ফ্ল‍্যাগশিপ চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে Realme জানিয়ে দিয়েছে তারা Snapdragon 8 Gen 1 5G চিপসেট ব‍্যবহার করে Realme GT 2 Pro ফোনটি লঞ্চ করবে। অন‍্যদিকে এবার Xiaomi ঘোষণা করে জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি Xiaomi 12 পেশ করবে। শাওমির পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে বলা হয়েছে তারাই সবার আগে Snapdragon 8 Gen 1 চিপসেটযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে।

শীঘ্রই আসতে চলেছে Xiaomi 12 সিরিজ

ইতিমধ্যে Xiaomi তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ Xiaomi 12 series এর স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে টীজ করা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানির এই স্মার্টফোন ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি, শাওমি সবার আগে চীনে তাদের Xiaomi 12 লঞ্চ করবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। এই সিরিজে কোম্পানি Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X, Xiaomi 12X Pro, Xiaomi 12 Ultra, ও Lite লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। 

Xiaomi 12 সিরিজের লঞ্চ সম্পর্কে বিভিন্ন লিক থেকে জানা গেছে চীনে এই ডিসেম্বর মাসের মধ্যেই এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। অন‍্যদিকে আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। আগামী কিছু দিনের মধ্যে কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে দেবে বলে আমরা মনে করছি। এখনও পর্যন্ত Xiaomi 12 সিরিজের ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জারি করতে পারব বলে আশা করছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here