গ্লোবালি লঞ্চ হল Xiaomi 13 Ultra স্মার্টফোন, 16GB RAM এর সঙ্গে এতে আছে 4টি 50 Megapixel ক্যামেরা

Highlights

  • এই ফোনটি ইউরোপে লঞ্চ হয়েছে।
  • এতে Leica Lens যোগ করা হয়েছে।
  • এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যায়।

শাওমি গত এপ্রিল মাসে চীনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরযুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Ultra লঞ্চ করেছিল। এবার আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি পেশ করা হয়েছে। ইউরোপের মার্কেটে শাওমি 13 আলট্রা লঞ্চ করেছে। এই পোস্টে ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 50MP Camera এবং 8GB+8GB RAM সহ itel S23 স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস

Xiaomi 13 Ultra এর গ্লোবাল দাম

ইউরোপে শাওমি 13 আলট্রা ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM ও 512GB মেমরি দেওয়া হয়েছে এবং এর বড় ভেরিয়েন্টে 16GB RAM এর সঙ্গে 1TB রয়েছে। ফোনটির আন্তর্জাতিক দাম €1,499.99 থেকে শুরু হয় যা ভারতীয় দাম অনুযায়ী প্রায় 1,33,200 টাকার কাছাকাছি। জানিয়ে রাখি ইউরোপে কোম্পানি Xiaomi 13 Ultra ফোনটির সঙ্গে বিনামূল্যে প্রায় 13,500 টাকা দামের instant Photo Printer দিচ্ছে।

Xiaomi 13 Ultra এর গ্লোবাল স্পেসিফিকেশন

  • 6.73″ 2K OLED Display
  • Qualcomm Snapdragon 8 Gen 2
  • 50MP Quad Rear Camera
  • 32MP Selfie Sensor
  • 90W 5,000mAh Battery
  • 50W Wireless Charging

ডিসপ্লে: শাওমি 13 আলট্রাতে 6.73 ইঞ্চির 2কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এটি 2600 নিটস ব্রাইটনেস, 1920 হার্টস পিডব্লিউএম ডিমিং, 522 পিপিআই এবং এইচডিআর10+ সাপোর্ট করে। আরও পড়ুন: অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস

প্রসেসর: Xiaomi 13 Ultra তে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 রয়েছে। এছাড়া এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসরে রান করে। এতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50MP Sony IMX989 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে তিনটি 50MP IMX858 লেন্স রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা 12 এমএম থেকে 120 এমএম পর্যন্ত শুট করতে পারে। এছাড়া এই ক্যামেরা লেন্সগুলি এফ/1.9 অ্যাপার্চার থেকে এফ/4.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। আরও পড়ুন: মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Xiaomi 13 Ultra তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সর ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউটের মধ্যে অবস্থিত।

ব্যাটারি:পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি 13 আলট্রাতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই টেকনোলজির সাহায্যে ফোনটির ব্যাটারি মাত্র 11 মিনিটের মধ্যে 0 থেকে 50% পর্যন্ত এবং 34 মিনিটের মধ্যে 100% পর্যন্ত চার্জ করা যায়। এছাড়া এই ব্যাটারি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: 15 হাজার টাকা দামে পাবেন 108MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ Infinix Note 30 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

অন্যান্য ফিচার: শাওমি 13 আলট্রা ফোনটিতে IP68, 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS এবং NFC এর মতো উল্লেখযোগ্য কিছু ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here