আগামী 26 সেপ্টেম্বর গ্লোবালি লঞ্চ হবে Xiaomi 14T স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি আমরা Xiaomi 14T সহ Xiaomi 14T Pro স্মার্টফোনগুলির প্রেস রেন্ডার দেখিয়ে ছিলাম। এই রেন্ডারের মাধ্যমে আপকামিং ফোনটির সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Xiaomi 14T সিরিজের লঞ্চ ডেট জানানো হয়েছে। Xiaomi তাদের Xiaomi 14T সিরিজের লঞ্চ ডেটের পাশাপাশি আগামী 26 সেপ্টেম্বর এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং 14T Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ডিন ভারতীয় বাজারেই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Xiaomi 14T সিরিজে থাকবে অসাধারণ ক্যামেরা

Xiaomi Leica সঙ্গে তাদের যুগলবন্দী এগিয়ে নিয়ে চলেছে। গত বছর এই দুটি ফোন Xiaomi 13T সিরিজের অধীনে Leica এবং কালার অপ্টিমাইজেশনের সঙ্গে তৈরি করা হয়েছিল। Xiaomi Leica কালার প্রোফাইলে নতুন পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছে এবং “সিনেমাটিক আর্টিস্ট্রি এবং হিউমেনেস্টিক ফটোগ্রাফি” সম্পর্কে কনফার্ম করছে।

Xiaomi 14T সিরিজের ডিজাইন

সম্প্রতি প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনগুলি ফ্ল্যাট এবং পাঞ্চ হোল ডিসপ্লে সহ দেখা যাবে। ফোনটির স্ক্রিনের উপর একটি পাতলা লাইন রয়েছে, এটি ফোনের স্পিকার গ্রিল। এছাড়া অসাধারণ লুকের জন্য গ্লাস প্যানেল ব্যাবহার করা হবে। ছাড়াও ফোনটির উপরে চারকোণা ক্যামেরা ব্র্যাকেট রয়েছে, এতে তিনটি ক্যামেরা সহ একটি ফ্ল্যাশ লাইট প্লেস করা হয়েছে। এখানে লাইকা ক্যামেরা লোগো দেওয়া হবে।

অন্যদিকে সাইড প্ল্যানেলের উপর পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হবে। তবে Xiaomi 14T মডেলের ব্যাক প্যানেল বেশ কিছুটা বেশি কার্ভ থাকবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3ডি কার্ভ গ্লাস ব্যাবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনগুলি সম্পর্কে বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

  • ডিসপ্লে: 14T ফোনটিতে 6.67-ইঞ্চির স্ক্রিন থাকবে। এই ফোনটি 1.5K AMOLED ডিসপ্লের সহ পেশ করা হবে। ছাড়াও ফোনটির স্ক্রিনে 144Hz হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 4,000 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10, HDR10+ ও Dolby Vision এর মতো অপশনগুলি যোগ করা হবে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 8300-Ultra চিপসেট সহ পেশ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে প্রো মডেলে MediaTek Dimensity 9300-Ultra প্রসেসর দেওয়া হতে পারে। এছাড়া ফোনগুলি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: এর সাথে ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। কোম্পানি এই ক্যামেরা সেটআপে 1/1.56-ইঞ্চি IMX906 সনি সেন্সর ব্যবহার করতে পারে। এছাড়াও 50 মেগাপিক্সেল লাইকা টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের লাইকা আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে সেলফির জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ওএস: কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে অ্যান্ড্রয়েড ওএস 14 সহ পেশ করা হতে পারে।
  • কালার অপশন: Xiaomi 14T Pro ফোনটি গ্রে, ব্লু এবং ব্ল্যাক এর মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Xiaomi 14T ফোনটি গ্রে, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এর মতো চারটি কালার অপশনে পেশ করা হতে পারে।

Xiaomi 14T সিরিজের দাম (লিক)

আপকামিং ফোনটির লঞ্চ ইভেন্টের এখনও পর্যন্ত দুই সপ্তাহ বাকি আছে, এর আগেই থার্ড-পার্টি রিইটেলার লিস্টিঙের মাধ্যমে Xiaomi 14T সিরিজের দাম সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। 14T ভ্যানিলা মডেল 12 GB RAM এবং 256 GB স্টোরেজ অপশনের দাম €578 (অর্থাৎ প্রায় 53,000 টাকা) হবে। এই ফোনটি টাইটান ব্লু, টাইটান ব্ল্যাক, টাইটান গ্রে এবং লেমন গ্রিন এর মতো চারটি কালার অপশনে পেশ করা হতে পারে।

প্রিমিয়াম Xiaomi 14T Pro ফোনটির 12/512 GB মডেলের দাম €800 (অর্থাৎ প্রায় 75,000 টাকা) রাখা হবে। এটি Xiaomi 14T ফোনের মতোই টাইটান গ্রে, টাইটান ব্ল্যাক এবং টাইটান ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here