আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের 14T সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি প্রথমে হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে। সম্প্রতি গীকবেঞ্চ সাইটে এই সিরিজের প্রো মডেল লিস্টেড হয়েছিল। এবার বেস মডেল Xiaomi 14T এনবিটিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Xiaomi 14T এর এনবিটিসি লিস্টিং
- NBTC সার্টিফিকেশন সাইট অনুযায়ী শাওমি কয়েক সপ্তাহের মধ্যেই 2406APNFAG মডেল নাম্বার সহ স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
- এনবিটিসি লিস্টিং অনুযায়ী ফোনটি Xiaomi 14T নামে দেখা গেছে।
- এনবিটিসি লিস্টিঙের মাধ্যমে এই ফোনের নাম এবং মডেল নাম্বার ছাড়া এতে 5G কানেক্টিভিটি দেওয়া হবে বলে জানা গেছে।
- মনে করিয়ে দিই সম্প্রতি 2406APNFAG মডেল নাম্বার ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল।
- এই ফোনটি EEC সার্টিফিকেশন সাইটেও 2406APNFAG মডেল নাম্বার সহ দেখা গেছে। এর ফলে ফোনটি ইউরোপে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
Xiaomi 14T সিরিজের সম্ভাব্য ডিটেইলস
- Xiaomi 14T সিরিজের স্মার্টফোন আগস্ট বা সেপ্টেম্বার মাসে লঞ্চ করা হতে পারে।
- আগের প্রকাশ্যের আসা খবর অনুযায়ী Xiaomi 14T স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8000 সিরিজ SoC যোগ করা হতে পারে।
- Xiaomi 14T স্মার্টফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এতে ওয়্যারলেস চার্জিং থাকতে পারে।
- টপ মডেল Xiaomi 14T Pro স্মার্টফোনে 3.4GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300 প্লাস প্রসেসর দেওয়া হতে পারে।
- প্রো মডেলে 120W ওয়্যার চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা এফবি 5 সাইট অনুযায়ী Xiaomi 14T Pro স্মার্টফোনে f/1.6 অ্যাপারচার, 12.6MP পিক্সেল বিনিং এবং OIS ফিচারযুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে।
- এই স্মার্টফোনে 12.6MP পিক্সেল বিনিং ফিচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।
- Xiaomi 14T Pro স্মার্টফোনে f/2.0 অ্যাপারচারযুক্ত সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে 8.1MP পিক্সেল-বিন্ড ইমেজ ক্যাপচার করার ক্ষমতা দেওয়া হতে পারে।