চীনের অ্যাপেল নামে পরিচিত টেক কোম্পানি শাওমি ভারতে বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার বানিয়ে ফেলেছে। শাওমি ভারতেই নয় বরং পুরো বিশ্বের বাজারে খুব কম দাম থেকে হাই বাজেট ওয়ালা স্মার্টফোন পেশ করেছে যা সুন্দর স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত। তাদের টেকনিক এক সিড়ি আরও এক ধাপ বাড়িয়ে শাওমি আন্তর্জাতিক মঞ্চে কোম্পানির অত্যন্ত শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। শাওমি এই স্মার্টফোনটি ব্ল্যাক শার্ক হিলো (Black Shark Helo) নামে লঞ্চ করা হয়েছে যা 10 জিবি র্যামযুক্ত।
শাওমির ব্ল্যাক শার্ক হিলো ফোনটি ব্ল্যাক শার্ক 2 নামেও বলা হচ্ছে। এই ফোনটি অত্যন্ত বিশেষ গেমিং স্মার্টফোন যা কোম্পানির এপ্রিল মাসে লঞ্চ করা ব্ল্যাক শার্ক স্মার্টফোনটিরই উন্নত ভার্সন। ব্ল্যাক শার্ক হিলো অর্থাৎ ব্ল্যাক শার্ক 2 এর ফিচার ও স্পেসিফিকেশন হল এতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.01 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে।
ব্ল্যাক শার্ক হিলো অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই এর সঙ্গে যা কোম্পানির লেটেস্ট মিইউআই এর সঙ্গে কাজ করে। ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হয়েছে। ভিজুয়াল কোয়ালিটি ও গ্ৰাফিক্স আরও উন্নত করার জন্য এতে এড্রিনো 630 জিপিইউ যুক্ত করা হয়েছে।
শাওমি তাদের ফোনটি 3 ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ব্ল্যাক শার্ক হিলোতে 10 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং এতে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে এবং তৃতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য ব্ল্যাক শার্ক হিলোতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল প্রাইমারি ও 20 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য ফ্রন্ট প্যানেলে 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর সাপোর্ট করে।
ব্ল্যাক শার্ক হিলোতে ডুয়েল সিমের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। ফোনে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0 ও জিপিএসের সঙ্গে সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং টেকনিকসহ 4,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। শাওমি ব্ল্যাক শার্ক হিলোর 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 3,199 ইউয়ান (প্রায় 34,000 টাকা), 8 জিবি র্যাম ভেরিয়েন্ট 3,499 ইউয়ান (প্রায় 37,000 টাকা) এবং 10 জিবি র্যাম ভেরিয়েন্ট 4,199 ইউয়ান (প্রায় 44,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।