Xiaomi লোকাচ্ছে কোম্পানির নাম, স্টোরে লেখা ‘Made in India’, কর্মচারীদের Mi এর ইউনিফর্ম না পড়ার উপদেশ

বর্তমানে দেশ থেকে চীনের কোম্পানি ও প্রোডাক্ট বয়কট করা হচ্ছে। Xiaomi, OPPO, Vivo, Realme এবং OnePlus এর মতো স্বনামধন্য ব্র‍্যান্ডগুলিকেও দেশবাসীর রোষের মুখে পড়তে হচ্ছে। অ্যান্টি-চায়না ক‍্যাম্পেন চলার সুবাদে সাধারণ মানুষ চীনা কোম্পানির তৈরি প্রোডাক্ট কিনতে চাইছে না এবং অন‍্যদের‌ও চীনে তৈরি দ্রব‍্য কিনতে বারণ করছে। সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মেও এইসব কোম্পানিগুলির নামে গালমন্দ পাড়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে Xiaomi তাদের স্টোরের ব‍্যানার, হোর্ডিং এবং লোগো ঢেকে সেখানে ‘Made in India’ এর পোস্টার লাগানো শুরু করে দিয়েছে।

Xiaomi মূলত কোম্পানির কর্মচারী এবং তাদের স্টোরে কর্মরত মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান অ্যান্টি-চায়না বিক্ষোভের ধরন দেখে যাতে কোম্পানির কোনো কর্মচারী কোনোভাবে সাধারণ মানুষের রোষের মুখে না পড়ে তাই Xiaomi মি হোম, মি স্টোর এবং কোম্পানির অফিসিয়াল দোকানসহ সার্ভিস সেন্টারে কোম্পানির নাম লুকিয়ে সেখানে ‘Made in India’ লিখছে। শুধু এটুকুই নয়, কোম্পানি তাদের কর্মচারীদের শাওমির ইউনিফর্ম পড়তেও বারণ করেছে।

অ্যান্টি-চায়নার প্রভাবে চলতে পারে লুটপাট

ইকোনমিক টাইমসের রিপোর্ট থেকে জানা গেছে Xiaomi দিল্লি এনসিআর, মুম্বাই, চেন্নাই, পুণে, আগ্রা এবং পাটনার মতো শহরে তাদের রিটেইল স্টোরে কোম্পানির নাম ঢাকা দিয়ে দিয়েছে। শাওমির লোগো ঢাকার জন্য কোম্পানি নতুন ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা নতুন ব‍্যানার ছাপিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কোম্পানি এই মুহূর্তে ভয় পাচ্ছে যে বর্তমান অ্যান্টি-চায়না ক‍্যাম্পেননের প্রভাবে দোকান এবং দোকানের কর্মচারীদের কোনো ক্ষতি না হয়ে যায়।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন (AIMRA) এর পক্ষ থেকে ভারতে কর্মরত সমস্ত স্মার্টফোন ব্র‍্যান্ডকে চিঠি লিখে জানিয়েছে বেশ কিছু জায়গায় স্টোর এবং চাইনিজ ব্র‍্যান্ডের কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে। তাই চীনা কোম্পানির ব্র‍্যান্ডিং অর্থাৎ হোর্ডিং সরিয়ে নেওয়া উচিত।

AIMRA এর পক্ষ থেকে Xiaomi ছাড়া OPPO, Vivo, Realme, OnePlus, Huawei, Lenovo এবং Motorola কেও সতর্ক করা হয়েছে। সংস্থার কথা অনুযায়ী সমস্ত কোম্পানির উচিত তাদের সব স্টোর থেকে ব‍্যানার ও হোর্ডিং সরিয়ে নেওয়া। আমরা আপনাদের জানিয়ে রাখছি, কোনো ব‍্যাক্তি যদি কোনো মোবাইল ব্র‍্যান্ডের দোকান বা স্টোরে ভাঙচুর করে বা অন‍্য কোনো ধরনের ক্ষতি করলে তার ফল শুধুমাত্র স্টোরের মালিককেই ভুগতে হয়। এমনকি দোকানের ব্র‍্যান্ডিঙের‌ও কোনো ক্ষতি হলে সেই দায় রিটেইলারের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here