আমরা কয়েক দিন আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম ভারতে কোম্পানির নয়ডা ফ্যাক্টরীতে Samsung Galaxy M12 এর মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy M12 ফোনটি লঞ্চের জন্য প্রস্তুত। এবার বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন আগামী সপ্তাহে ভারতে একটি নতুন “গ্যালাক্সি এম” সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তিনি টুইটে এই আগামী ফোনটির একটি পোস্টার শেয়ার করেছেন এবং জানিয়েছেন দেশে আগামী সপ্তাহে ফোনটি পেশ করা হবে।
আরও পড়ুন: নতুনভাবে প্রস্তুত Samsung, 14 জানুয়ারি লঞ্চ করবে শক্তিশালী স্মার্টফোন Galaxy S21
তিনি জানিয়েছেন এই ফোনে বড় স্ক্রিন থাকতে পারে। লিক হওয়া পোস্টার অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকতে পারে। তবে লিকে এই আপকামিং ফোনটির নাম সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। মনে করা হচ্ছে এটি Samsung Galaxy M12 বা Samsung Galaxy M62 হতে পারে। অন্যদিকে খবর পাওয়া গেছে কোম্পানি আগামী 14 জানুয়ারি তাদের গ্যালাক্সি আনপ্যাকড 2021 ইভেন্টে Galaxy S21 স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে। কিন্তু এই নতুন লিক দেখার পর মনে করা হচ্ছে ভারতে এই ইভেন্টের আগেই ‘গ্যালাক্সি এম’ সিরিজের ফোন পেশ করা হতে পারে।
টিপস্টার মুকুল শর্মা টুইটারে এই আপকামিং স্যামসাং স্মার্টফোনের একটি পোস্টার শেয়ার করেছেন। এতে #MAXUP লেখা আছে এবং একটি বড় ব্যাটারীর আভাস দেওয়া হয়েছে। ছবি দেখে আরও জানা গেছে এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে।
আরও পড়ুন: Vodafone Idea ইউজারদের জন্য বড় খবর, বন্ধ হয়ে যাচ্ছে 3G পরিষেবা, জেনে নিন পরিণতি
কয়েক দিন আগে গীকবেঞ্চেও এই ফোনটি দেখা গেছে। গীকবেঞ্চে বলা হয় Samsung Galaxy M12 ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে পেশ করা হবে। তবে আশা করা হচ্ছে মার্কেটে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোরে 178 এবং মাল্টি কোরে 1025 পয়েন্ট পেয়েছে।
Samsung Galaxy M12
এখনও পর্যন্ত আমাদের পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M12 এ পাঞ্চ হোল কাটআউটসহ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,000 এমএএইচের বড় ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী Realme 8, 8GB র্যামের সঙ্গে আগামী বছর হবে লঞ্চ
লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M12 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনের সঠিক স্পেসিফিকেশন জানায় জন্য ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
আগামী সপ্তাহে Samsung Galaxy M12 ফোনটি লঞ্চ না হয়ে Samsung Galaxy M62 ফোনটিও পেশ করা হতে পারে। তবে নিশ্চিতভাবে বলা যায় আপকামিং ফোনটি কোম্পানির ‘গ্যালাক্সি এম’ সিরিজে লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন