Snapdragon 870 চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে Xiaomi Mi CC10 স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব

খুব তাড়াতাড়ি শাওমি মার্কেটে তাদের ‘Xiaomi Mi CC10’ সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির এই আগামী Xiaomi Mi CC10সিরিজ 2019 সালে পেশ করা Xiaomi Mi CC9 এর আপগ্ৰেডেড ভার্সন হবে। এবার 2021 সালে কোম্পানি আবার তাদের ‘মি সিসি’ সিরিজ মার্কেটে নিয়ে আসছে। চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে টিপস্টার Bald Panda একটি পোস্ট লিখে জানিয়েছেন এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটসহ লঞ্চ করা হবে। জানা গেছে কোম্পানির আগামী Xiaomi Mi CC10 ফোনটি মিড রেঞ্জে নয় বরং বাজেট ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরিতে পেশ করা হবে। অন‍্যদিকে, ITHome এর রিপোর্টে বলা হয়েছে Xiaomi Mi CC10 ফোনটিতে 4,360 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে এবং এতে ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত আপকামিং Xiaomi Mi CC10 সিরিজ সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

Xiaomi Mi CC9 এর স্পেসিফিকেশন

কোম্পানির Xiaomi Mi CC9 ফোনটিতে 6.39 ইঞ্চির FHD+ sAMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ। এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই এর লেয়ারিং আছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে এবং এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। Xiaomi Mi CC9 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4G LTE, ডুয়েল ব‍্যান্ড WiFi, Bluetooth, GPS, NFC, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও হাই রেঞ্জ অডিও দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার রয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,030 এম‌‌এএইচের ব‍্যাটারি রয়েছে। Xiaomi Mi CC9 লাইন‌আপে কোম্পানি Mi CC9e এবং Mi CC9 Pro নামের আরও দুটি ফোন লঞ্চ করেছিল। এর মধ্যে প্রো মডেলটিতে কোম্পানির পক্ষ থেকে 108 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here