Xiaomi ভারতে পেশ করল চারটি নতুন স্মার্ট টিভি, Mi TV 4X এর সঙ্গে লঞ্চ হল Mi Smart Band 4

Xiaomi এবছরের শুরুতে ভারতে তাদের স্মার্ট টিভির প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে “4X সিরিজ” পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Mi LED TV 4X Pro স্মার্ট টিভি লঞ্চ করেছিল। এটি একটি 4K HDR Smart TV যা ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আজ এই সিরিজে Xiaomi আরও একটি নতুন স্মার্ট টিভি Mi 4X লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্ট টিভিটি তিনটি ডিসপ্লে সাইজে পেশ করা হয়েছে যা বাজেট প্রাইসে সুন্দর লুক ও পারফরম্যান্স দেয়। এই স্মার্ট টিভির সঙ্গেই Xiaomi তাদের Mi Smart Band 4 ও Mi Smart Water Purifier ভারতে লঞ্চ করেছে। 

লঞ্চ হলো বিশ্বের প্রথম ডুয়েল পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Vivo NEX 3, 12 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি রান করে স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে

Xiaomi Mi TV 4X

Xiaomi এর পক্ষ থেকে এই লেটেস্ট স্মার্ট টেলিভিশনের রেঞ্জ তিনটি মডেলে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে ছোট মডেলটির মাপ 43 ইঞ্চি যা 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে Mi TV 4X 50 ইঞ্চি মডেল কোম্পানি 29,999 টাকা এবং Mi TV 4X 65 ইঞ্চি মডেলটি 54,999 টাকা দামে ভারতীয় বাজারে লঞ্চ করেছে। Mi TV 4X এর সঙ্গে কোম্পানি Mi TV 4A এর 40 ইঞ্চি মডেল কোম্পানি ভারতে নিয়ে এসেছে যার দাম রাখা হয়েছে 17,999 টাকা। এই টিভি আগামী 29 সেপ্টেম্বর থেকে মি ডট কম ও আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

Xiaomi Mi TV 4X একটি Android TV যা PatchWall 2.0 এর সঙ্গে কাজ করে। কোম্পানি তাদের লেটেস্ট টেলিভিশনে Google Assistant যোগ করেছে। Xiaomi Mi TV 4X কোম্পানির পক্ষ থেকে 4K HDR 10 বিট ডিসপ্লে টেকনিকের সঙ্গে লঞ্চ করেছে যা VIVID সাপোর্ট করে। এই Xiaomi স্মার্ট টিভি 20 ওয়াট Dolby স্পীকার ও DTS-HD সাপোর্ট করে। 

Jio Fiber এর এফেক্ট, BSNL Bharat Fiber আবার পেশ করল 777 টাকার ব্রডব্যান্ড প্ল‍্যান

এই টেলিভিশন সিরিজের বিশেষত্ব হল Mi TV 4X এ Netflix, Amazon Prime ও Hotstar এর মতো OTT অ্যাপ একটি প্ল‍্যাটফর্মেই পাওয়া যাবে। Xiaomi বলেছে Mi TV 4X ডেটা সেভিং টেকনিকের সঙ্গে পেশ করা হয়েছে। এই টেকনিক থাকার ফলে একদিকে যেমন অনলাইন কন্টেন্ট দেখার সময় ডেটা খরচ কম হয় তেমনই অন্য দিকে স্ক্রিন কস্টের জন্য‌ও এতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না। 

Mi Smart Band 4 

Mi Band 4 কোম্পানির পক্ষ থেকে 0.95 ইঞ্চির কালার ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে এমোলেড ডিসপ্লে আছে যা 240 × 120 পিক্সেল রেজলিউশনযুক্ত এবং 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রটেক্টেড করা হয়েছে। ডিসপ্লেতে একদিকে যেমন অ্যাপ নোটিফিকেশন, এস‌এম‌এস, হোয়াটস‌অ্যাপ ও ফিটনেস ডিটেইলস অ্যাকসেস করা যাবে তেমনই অন‍্যদিকে এর সাহায্যে মিউজিক প্লেব্যাক‌ও কন্ট্রোল করা যাবে। Mi Band 4 কে Xiaomi এর স্মার্ট হোম ডিভাইসের সঙ্গেও কানেক্ট করা যাবে। 

Xiaomi কে টক্কর দিতে Motorola পেশ করল Smart TV, প্রাথমিক দাম মাত্র 13,999 টাকা

Xiaomi এর Mi Band 4 আইপি রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছে যা একে জল থেকেও সুরক্ষিত রাখে। Mi Band 4 এ ব্লুটুথ 5.0 টেকনিক আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Mi Band 4 এর ব‍্যাটারী একবার ফুল চার্জ করলে 20 দিন পর্যন্ত চলবে। Mi Band 4 এ মাইক্রোফোন‌ও দেওয়া হয়েছে যা XiaoAI Assistant এর সঙ্গে কাজ করে। সবচেয়ে বড়ো কথা ব্লুটুথ ছাড়াও এই ব‍্যান্ডটি এন‌এফসির সাহায্যেও ফোনের সঙ্গে কানেক্ট করা যায়। Xiaomi তাদের Mi Smart Band 4 2,299 টাকা দামে লঞ্চ করেছে যা 19 সেপ্টেম্বর থেকে সেল করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here