Highlights
- Xiaomi Mix Fold 3 ফোনটি আগস্ট মাসে লঞ্চ হতে পারে।
- এই ফোনটিতে Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়া যাবে।
- এই ফোনে আগের মতোই Leica ক্যামেরা লেন্স দিয়ে থাকতে পারে।
Xiaomi এর ফোল্ডেবল Mix Fold 3 ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক রিপোর্ট সামনে এসেছে। কোম্পানির প্রেসিডেন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই নতুন ডিভাইসটি আগস্ট মাসে লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ফোনটি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস
Xiaomi Mix Fold 3 ফোনের 3C তালিকা
- এই ডিভাইসটি মডেল নম্বর 2308CPXD0C সহ 3C সার্টিফিকেশন তালিকায় দেখা গেছে৷
- মডেল নম্বরে C মানে এটি চাইনিজ ভেরিয়েন্ট অর্থাৎ ডিভাইসটি চীনে লঞ্চ হবে।
- এই ফোনটিতে কত mAh ব্যাটারি থাকবে তা জানা যায়নি, তবে এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
- মডেল নম্বর এবং ফাস্ট চার্জিং টেকনোলজি ছাড়া তালিকায় ফোনটির অন্য কোন স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায় নি।
- কোম্পানির প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে এই ফোনটি চীনের নতুন ফ্যাক্টরি ইউনিটে তৈরি করা হবে।
- এই ডিভাইসটিতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে বলেও জানা গেছে।
- শুধু নয় এই নতুন ডিভাইসএটি আগের চেয়ে স্লিক ডিজাইনের হবে।
Xiaomi Mix Fold 3 ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনটির থিকনেস 11.2 mm হতে পারে। ফোনটি ফোল্ড করার সময় ফোনটির থিকনেস এমন থাকবে।
- লিক রিপোর্ট অনুসারে এই নতুন ফোল্ড ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে লঞ্চ হবে।
- এই ডিভাইসটিও আগের মতই Leica ক্যামেরা লেন্স সাপোর্ট করবে। এতে ইউজাররা 5x পেরিস্কোপ জুম লেন্স পাবে।
- এই ডিভাইসটিতে 12GB RAM সাপোর্ট দেওয়া যেতে পারে।
- এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো অন্যান্য বেসিক ফিচারগুলি পাওয়া যাবে।
- এই ফোনের ব্যাটারি সম্পর্কে এই মুহূর্তে কোন তথ্য পাওয়া যায় নি, তবে তালিকা অনুযায়ী এই ফোনে 4500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে।
- এই ডিভাইসটি লেটেস্ট Android 13-এ রান করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন