Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

Xiaomi গত বছর POCOPHONE নামে একটি নতুন সাব ব্র‍্যান্ড ভারতে লঞ্চ করে। Poco F1ফোনটির হাত ধরে এই সাব ব্র‍্যান্ডের যাত্রা শুরু হয়। লঞ্চের পরেই এই সাব ব্র‍্যান্ড যথেষ্ট জনপ্রিয়তা ও সফলতা লাভ করে। Poco F1 ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল যা তৎকালীন কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটের সঙ্গে রান করতো। অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত Poco F1 ভারতে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হয়। কোম্পানির ফ‍্যানদের উপহার দেওয়ার জন্য পোকো ইন্ডিয়া তাদের Poco F1 এর দাম সরাসরি 5,000 টাকা কমিয়ে দিয়েছে।

8 আসতে চলেছে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রথম লঞ্চ ভারতেই

পোকো ইন্ডিয়ার পক্ষ থেকে Poco F1 অফলাইন প্ল‍্যাটফর্মে সস্তা করা হয়েছে। অর্থাৎ রিটেইল স্টোর থেকে গতকাল অর্থাৎ 2 আগস্ট থেকে Poco F1 কম দামে সেল করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এর আগেও ফোনটির দাম দুবার কমানো হয়েছে, যার ফলে ফোনটি 20,999 টাকা দামে সেল করা হতো। এখন আরও 2,000 টাকা প্রাইস কাটের পর Poco F1 এর এই ভেরিয়েন্টটি 18,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।

এক‌ই ভাবে কোম্পানি Poco F1 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ভেরিয়েন্টের দাম সরাসরি 5,000 টাকা কমানোর পর এই মডেলটি এখন 22,999 টাকার বিনিময়ে কেনা যাবে। প্রসঙ্গত Poco F1 এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে 17,999 টাকার বিনিময়ে সেল করা হয়।

Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

স্পেসিফিকেশন
Poco F1 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 416পিপিআই ও 1080 × 2246 রেজলিউশনযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আধারিত মিইউআই 9.6 আছে ও 10 এন‌এম 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। শাওমির পক্ষ থেকে ফোনটিতে লিকুইড কুলিং টেকনিক ব‍্যবহার করা হয়েছে যার ফলে হাই গ্ৰাফিক্স গেম ও হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Exclusive : Samsung আনতে চলেছে অত্যন্ত কম দামে ডুয়েল ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Galaxy A10s, তথ্য হলো লিক

পোকো এফ1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here