গত মাসে শাওমি তাদের নতুন বাজেট রেডমি সিরিজ স্মার্টফোন Redmi 7 লঞ্চ করেছিল। লঞ্চের পর।প্রায় প্রতি সপ্তাহে ফোনটি আমাজন ইন্ডিয়া, মি ডট কম ও মি হোম স্টোরে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বেচা হচ্ছিল। আজ এক মাস পর ফোনটি ওপেন সেলের জন্য পেশ করে দেওয়া হয়েছে।
48 মেগাপিক্সেল ক্যামেরা ও দুর্দান্ত ফিচারের সঙ্গে এলো Resmi Note 7S, জেনে নিন দাম
শাওমি তাদের ফ্যানদের রঙ বাছাইয়ের কথা সবসময় মাথায় রাখে এবং তাই তারা একাধিক আকর্ষণীয় রঙে তাদের স্মার্টফোন লঞ্চ করে। Redmi Y3 স্মার্টফোনটি ভারতে প্রাইম ব্ল্যাক, বোল্ড রেড ও এলিমেন্ট ব্লু কালারে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটির 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
Redmi 7 ফোনটি ডট নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল। এই ফোনে 2.5ডি কার্ভড গ্লাস কোটেড 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের প্রটেকশনের জন্য শাওমি তাদের এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করেছে।
Vodafone ইউজাররা এক বছর ধরে প্রতিদিন পাবেন 1.5 জিবি ডেটা বিনামূল্যে, জেনে নিন কিভাবে?
Redmi 7 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কাজ করে যা মিইউআই 10 যুক্ত। এর সঙ্গে এই ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পুডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 14 এনএম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য Redmi 7 এ অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে।
Redmi 7 এর সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও Redmi 7 এর অপর ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি আছে।
ফোটোগ্ৰাফির জন্য Redmi 7 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপ এআই টেকনিকযুক্ত। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সেকেন্ডারি ক্যামেরা সেন্সরটি 2 মেগাপিক্সেলের, যা ডেপ্থ সেন্সিঙের কাজ করে।
Redmi 7 এ সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। এই ফোনটি ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই ও আইআর ব্লাস্টারের মতো ফিচারযুক্ত।
শাওমি তাদের ইউজারদের জন্য Redmi 7 এ 4,000 এমএএইচের বড়ো ব্যাটারী দিয়েছে। কোম্পানি আপাতত এখনও তাদের নতুন ফোনে ফাস্ট চার্জিং টেকনিক দেয়নি। এই ফোনটি মাইক্রোইউএসবি দিয়ে চার্জ করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন