ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Xiaomi Redmi Note 10 Pro, এগিয়ে আসছে লঞ্চের দিন

শাওমির ‘রেডমি নোট’ সিরিজের Redmi Note 10 Pro ফোনটি সম্পর্কে কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল ফোনটি এফসিসি সার্টিফিকেশন সাইট ও ভারতীয় এজেন্সির CEIR IMEI ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিং দেখার পর মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই ফোনটি শীঘ্রই টেক মঞ্চে পেশ করা হতে পারে। এবার ভারতের সার্টিফিকেশন সাইট বিআইএসে Redmi Note 10 Pro লিস্টেড হয়ে গেছে এবং এর থেকে ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে।

আরও পড়ুন: আরও একবার Jio এবং Airtel এর চেয়ে এগিয়ে Vodafone Idea, অনবদ্য পারফরম্যান্স ডিসেম্বরে

বিআইএসে Redmi Note 10 Pro ফোনটি M2101K6I মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এটিকে ফোনটির ভারতীয় ভার্সন বলে মনে করা হচ্ছে, কারণ Redmi Note 10 Pro এর গ্লোবাল ভার্সনের মডেল নাম্বার হল M2101K6G। বিআইএস থেকে ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি, তবে লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Redmi Note 10 Pro ফোনটি এই বছর ভারতে লঞ্চ করা শাওমির প্রথম স্মার্টফোন হতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Redmi Note 10 Pro সম্পর্কে পাওয়া লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে এবং প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট দেখা যেতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি ফোনটি 5জি ও 4জি উভয় ভেরিয়েন্টে পেশ করা হবে, তবে ভারতে ফোনটির শুধু 4জি ভেরিয়েন্ট লঞ্চ করার সম্ভাবনাই বেশি। আবার লিক থেকে আরও জানা গেছে এই ফোনে মিডিয়াটেক চিপসেট দেওয়া হতে পারে।

আরও পড়ুন: কাল ভারতে লঞ্চ হবে Xiaomi Mi 10i 5G স্মার্টফোন, জেনে নিন কিভাবে লাইভ দেখবেন এবং এই ফোনের বিশেষত্ব

ফোটোগ্রাফির জন্য এই সিরিজে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে। এই সিরিজের Redmi Note 10 Pro তে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে এবং Redmi Note 10 এ 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হতে পারে। উভয় স্মার্টফোনে পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে শক্তিশালী ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

এফসিসি লিস্টিং থেকে জানা গেছে Redmi Note 10 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও মিইউআই 12 এ কাজ করবে। এই ফোনের 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পেশ করা হবে। আরও জানা গেছে Redmi Note 10 Pro তে ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, এফ‌এম রেডিও, ব্লুটুথ ও 4জি এলটিই কানেক্টিভিটি পাওয়া যাবে। আশা করা হচ্ছে কোম্পানি ফোনটির 5জি মডেলেও কাজ করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here