বর্তমানে শাওমি ভারতের অন্যতম বড় স্মার্টফোন কোম্পানি। শাওমির কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ামাত্র সেটি কেনার হুজুগ পড়ে যায়। আর এই কারণেই কোম্পানি একের পর এক নতুন রেকর্ড বানাতে থাকে। শাওমি ইন্ডিয়া আরও এক নতুন রেকর্ড তৈরি করেছে। শাওমির এই নতুবা রেকর্ডের কারণ কোম্পানির নতুন “নোট সিরিজ”। কোম্পানির সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত 50 লক্ষেরও বেশি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো বিক্রি হয়ে গেছে।
শাওমি ইন্ডিয়া জানিয়েছে পুরো দেশে এখনও পর্যন্ত রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো মিলিয়ে মোট 50 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে। গত 14ই ফেব্রুয়ারি ভারতে এই স্মার্টফোন ভেরিয়েন্টদুটি লঞ্চ হয়েছিল। প্রথম কয়েক দিনের ফ্ল্যাশ সেলের মাধ্যমেই ফোনদুটির 3 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছিল। এখন অর্থাৎ লঞ্চের 4 মাস পর ফোনদুটির মোট 50 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে।
তবে শাওমির পক্ষ থেকে জানানো হয়নি যে এই 50 লক্ষের মধ্যে কতগুলি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো। শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে রেডমি নোট 5 ওপেন সেলের জন্য পেশ করা হয়ে গেছে কিন্তু রেডমি নোট 5 প্রোর জন্য এখনও মাঝে মধ্যে ফ্ল্যাশ সেলের আয়োজন করা হয়। এই 50 লক্ষের সংখ্যাটি স্মার্টফোনদুটির ওপেন সেল ও ফ্ল্যাশ সেলের যোগফল।
যদি আপনি ফোনদুটি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তবে রেডমি নোট 5 এর 3 জিবি র্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্টের জন্য 9,999 টাকা ও 4 জিবি র্যাম/64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের জন্য 11,999 টাকা দাম দিতে হবে। একই ভাবে রেডমি নোট 5 প্রোর 4 জিবি র্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা ও 6 জিবি র্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে কেনা যাবে।