4GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Xiaomi এর সস্তা 5G ফোন Redmi Note 9T

শাওমি আজ আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘রেডমি নোট’ সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ইউরোপিয়ান মার্কেটে এই ফোনটি Redmi Note 9T নামে পেশ করা হয়েছে। এই ফোনটি আসলে চীনে লঞ্চ করা রেডমি নোট 9 5জির রিব্র‍্যান্ডেড ভার্সন যা আকর্ষণীয় লুক ও সুন্দর ডিজাইনের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনের মার্কেটে আনা হয়েছে।

Redmi Note 9T

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করা এলসিডি প‍্যানেল আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য Redmi Note 9T তে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। ফোনটির ডায়মেনশন 161.96 × 77.25 × 9.2 এম‌এম এবং ওজন 200 গ্ৰাম।

Redmi Note 9T ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেট দেওয়া হয়েছে। প্রসঙ্গত এটি মিডিয়াটেকের একটি 5জি চিপসেট। Redmi Note 9T তে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি যোগ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

ফোটোগ্রাফির জন্য Redmi Note 9T তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এক‌ইভাবে এই ফোনে এফ/2.4 আ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এক‌ই অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 9T তে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

Redmi Note 9T একটি ডুয়েল সিম স্মার্টফোন যা ডুয়েল মোড 5জি এবং ডুয়েল 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির পাশাপাশি এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

কোম্পানি তাদের Redmi Note 9T ফোনটির 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 229 ইউরো অর্থাৎ প্রায় 20,500 টাকা রেখেছে এবং এক‌ইভাবে ফোনটির 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 269 ইউরো অর্থাৎ প্রায় 24,000 দামে লঞ্চ করা হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে Redmi Note 9T ফোনটি Daybreak Purple ও Nightfall Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here