8 জানুয়ারি লঞ্চ হবে Xiaomi এর 5G স্মার্টফোন Redmi Note 9T

শাওমি আগামীকাল ভারতে তাদের শক্তিশালী স্মার্টফোন Mi 10i লঞ্চ করতে চলেছে। এই ফোনটি মার্কেটে আসার আগেই কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে তারা তাদের ‘রেডমি নোট’ সিরিজে একটি নতুন স্মার্টফোন Redmi Note 9T নামে পেশ করতে চলেছে। কোম্পানি ফোনটির লঞ্চ সম্পর্কে জানানোর পাশাপাশি ইন্টারনেটে Redmi Note 9T এর ছবিও শেয়ার করে দিয়েছে।

শাওমি তাদের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে কোম্পানি আগামী 8 জানুয়ারি স্পেনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানির নতুন স্মার্টফোন Redmi Note 9T পেশ করা হবে। এটি একটি অনলাইন ইভেন্ট হতে চলেছে এবং গোটা বিশ্বে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। কোম্পানি Redmi Note 9T ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করবে। শোনা যাচ্ছে এই ফোনটি আসলে চীনে লঞ্চ করা Redmi Note 9 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন।

স্পেসিফিকেশন

যদি সত‍্যিই Redmi Note 9T ফোনটি রেডমি নোট 9 এর দ্বিতীয় ভার্সন হয় তবে এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটির ডায়মেনশন 161.96 × 77.25 × 9.2 এম‌এম এবং ওজন 200 গ্ৰাম।

চীনে Redmi Note 9T / Redmi Note 9 5G অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 11 এ কাজ করে। এছাড়া ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে। প্রসঙ্গত এটি মিডিয়াটেকের একটি 5জি চিপসেট। চীনে ফোনটি 8 জিবি র‍্যামসহ 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here