শাওমি স্মার্টফোনের দাম বাড়ার খবর মিথ্যা, কোম্পানি পোস্ট করে জানিয়ে দিল

কিছু দিন আগে শাওমির ব‍্যাপারে খবর পাওয়া যায় কোম্পানির ফোনের দাম কমবে এবং নতুন বছর উপলক্ষে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এর দুদিন পর‌ই সোশ্যাল মিডিয়ায় শাওমি ফোনের দাম বাড়ার খবর ভাইরাল হয়। কিন্তু কোম্পানি এই খবর ভুয়ো বলেছে এবং দাম বাড়ার কথা মিথ্যা বলা হয়েছে। এই বিষয়ে শাওমি ইন্ডিয়ার এমডি ও গ্লোবাল বিপি মনু কুমার জৈন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে। পোস্টে তিনি বলেন শাওমি কোনো ফোনের দাম বাড়ায়নি।

সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন

মনু তার ফেসবুক পেজে একটি ইমেজ পোস্ট করে বলেছেন “সোশ্যাল মিডিয়া ও হোয়াটস‌অ্যাপের মাধ্যমে কিছু মানুষ শাওমি ফোনের দাম বাড়ার মিথ্যা খবর প্রচার করছেন। কিন্তু কোম্পানি কোনো ফোনের থাম বাড়ায়নি।” এরই সঙ্গে তিনি ফোনের দাম বাড়ার সম্পর্কে একটি ফেক পোস্ট‌ও শেয়ার করেন।

প্রসঙ্গত শাওমি ইউজারদের নিউ ইয়ার গিফ্ট দিয়ে একসাথে তাদের 10টি স্মার্টফোন ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত কমিয়েছে। এই অফার ক্রিসমাস অর্থাৎ 25 ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি পর্যন্ত চলবে। এই অফার শাওমির অনলাইন ও রিটেইল স্টোরেও চলবে।

29 ডিসেম্বর থেকে কি বন্ধ হয়ে যাবে কেবল কানেকশন? জেনে নিন পুরো ঘটনা

এই অফারে শাওমি এ2 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দামে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে যার ফলে ফোনটি মাত্র 17,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে 14,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া মি এ2 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টে 1,000 টাকার ছাড়ের পর ফোনটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এছাড়া শাওমি রেডমি ওয়াই2 ও রেডমি নোট 5 প্রোর সমস্ত ভেরিয়েন্টে 1,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এতে 12,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া রেডমি ওয়াই2 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকায় ও 9,999 টাকা দামের রেডমি ওয়াই2 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকায় সেল করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here