সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন

স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের ফোনের ব‍্যাপার দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক এসে চলেছে। কিছু দিন আগে 91মোবাইলসের এক্সক্লুসিভ খবরে বলা হয়েছিল স‍্যামসাং ভারতে নয়ডার ফ‍্যাক্টরীতে তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে। এবার নিউজ এজেন্সি আইএএন‌এসের তরফ থেকে খবর পাওয়া গেছে আগামী মাসে কোরিয়ান কোম্পানি স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ করে দেবে।

29 ডিসেম্বর থেকে কি বন্ধ হয়ে যাবে কেবল কানেকশন? জেনে নিন পুরো ঘটনা

আইএএন‌এস তাদের রিপোর্টে বলেছে জানুয়ারি মাসে কোম্পানি গ‍্যালাক্সি এম সিরিজের ফোন লঞ্চ করে দেবে। রিপোর্টে বলা হয়েছে এই খবর তারা ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র থেকে পেয়েছে। আইএএন‌এসের রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন সর্বপ্রথম ভারতে লঞ্চ করবে। এই সিরিজ আগামী মাসেই ভারতে লঞ্চ করা হবে।

স‍্যামসাঙের পক্ষ থেকে এম সিরিজের ফোন ভারতের মাধ্যমে গ্লোবাল মঞ্চে আনা হবে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজে গ‍্যালাক্সি এম50, গ‍্যালাক্সি এম30 ও গ‍্যালাক্সি এম20 স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে এখনও বলা হয়নি যে ফোনগুলি এক‌ই দিনে লঞ্চ হবে না আলাদা আলাদা দিনে লঞ্চ হবে।

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা

স‍্যামসাঙের জন্য গ‍্যালাক্সি এম সিরিজ অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই সিরিজের হাত ধরে কোম্পানি তাদের স্ট্র‍্যাটেজি বদলাতে চলেছে। কোম্পানি গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গে গ‍্যালাক্সি জে সিরিজ ও গ‍্যালাক্সি অন সিরিজ বন্ধ করতে চলেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কোম্পানি তাদের এম সিরিজের ফোনগুলি গ‍্যালাক্সি এম5, গ‍্যালাক্সি এম3 ও গ‍্যালাক্সি এম2 নামেও লঞ্চ করতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চের ব‍্যাপার নিয়ে বা এই সিরিজের কোনো ফোনের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আইএএন‌এসের রিপোর্টের পর আশা করা হচ্ছে স‍্যামসাং ইন্ডিয়া খুব তাড়াতাড়ি তাদের নতুন ফোন লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করবে।

শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

প্রসঙ্গত 91মোবাইলস দীর্ঘদিন ধরে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ সম্পর্কে এক্সক্লুসিভ খবর দিয়ে আসছে। গ‍্যালাক্সি এম20 সম্পর্কে আমরা আগেই বলেছি এতে ডুয়েল ক‍্যামেরা, নচ ডিসপ্লে, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি সাপোর্ট দেখা যাবে। এর আগে একটি খবরে আমরা এই ফোনের ব‍্যাক প‍্যানেলের ফোটো শেয়ার করেছি। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা যাবে। এই ফোনটি 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here