অ্যান্ড্রয়েড ফোনের প্রাণ তার প্রসেসর ও চিপসেটে থাকে। চিপসেট বানানোর অন্যতম বড় কোম্পানি কোয়ালকমের চিপসেট লো বাজেট ফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল্যাগশিপ ডিভাইস সব জায়গায় দেখা যায়। কোয়ালকম গতকাল একটি আন্তর্জাতিক ইভেন্টের মাধ্যমে তাদের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন 675 পেশ করেছে। এই চিপসেট সম্পর্কে ঘোষণার কয়েক ঘন্টা পরেই ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া তার ইউজারদের জন্য সুখবর পেশ করে যে খুব তাড়াতাড়ি তারা শাওমি ইন্ডিয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটে রান করা স্মার্টফোন ভারতে লঞ্চ করবে।
শাওমি আপাতত এখনও পর্যন্ত ফোনটির নাম ও লঞ্চ ডেট জানায়নি তবে কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটযুক্ত শাওমির নতুন স্মার্টফোন ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে পা রাখবে। প্রসঙ্গত গত তিন মাসে শাওমি একা 27 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে দেশের বাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে। এত বেশি সংখ্যায় স্মার্টফোন বেচে শাওমি আরও একবার স্যামসাং ও অন্যান্য কোম্পানিকে পিছনে ফেলে ভারতের এক নাম্বার ব্র্যান্ডে পরিণত হয়েছে।
Met Cristiano @cristianoamon, Qualcomm's Global President, during #4G5Gsummit. @Qualcomm & @Xiaomi have been great partners.
Qualcomm announced a new SoC: #Snapdragon675, which will come to devices next year. #Xiaomi will launch a new device with this incredible chipset. ? pic.twitter.com/WhMABcfUlx
— Manu Kumar Jain (@manukumarjain) October 23, 2018
কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 670 চিপসেটের চেয়ে বেশি অ্যাডভান্স হবে এবং স্ন্যাপড্রাগন 710 চিপসেটযুক্ত স্মার্টফোনগুলির চেয়ে কম দামে মার্কেটে সেল করা হবে। স্ন্যাপড্রাগন 675 15 এনএম নোড টেকনিকে তৈরি হবে যা ফোনের ক্যামেরা সেটআপকে আরও শক্তিশালী করে তুলবে এবং ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও শার্প ও স্মার্ট বানাবে।
শাওমির ফোনে স্ন্যাপড্রাগন 675 চিপসেটযুক্ত হওয়ার ফলে এতে আরও স্মুথ ভাবে গেম খেলা যাবে এবং ইন্টারনেট ওয়েব ব্রাউজিং 35 শতাংশ ফাস্ট হয়ে যাবে। স্ন্যাপড্রাগন 675 চিপসেটে অক্টাকোর প্রসেসর থাকবে যা 4 জেনারেশন কোরিও 460 সিপিইউয়ের সঙ্গে কাজ করবে। এই প্রসেসরের দুটি কোর কর্টেক্স এ76 বেসড হবে যা 2 গিগাহার্টসের ক্লক স্পীডে কাজ করবে। অন্য 6টি কোর কর্টেক্স এ55 চিপযুক্ত হবে যা 1.7 গিগাহার্টস স্পীডে রান করবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটে 6 জেনারেশনের হেক্সাগন 685 আইএসপি দেখা যাবে। এই টেকনিক ফোনের ক্যামেরাকে উন্নত বানায়। শাওমির ক্যামেরায় এই টূকনিক থাকায় হাই রেজলিউশনের ডেপ্থ সেন্সিং পাওয়া যাবে। এর সঙ্গে ফোনের পোর্ট্রেট মোড ও লো লাইট মোড অত্যন্ত সুন্দরভাবে কাজ করবে। এমনকি এই টেকনিকের দৌলতে স্মার্টফোন 5এক্স পর্যন্ত জুম করে ফোটো তুলতে পারবে।