Xiaomi আনছে দুর্দান্ত ফিচার, মাত্র একটি ক্লিকেই বেড়ে যাবে ফোনের পারফরম্যান্স

চাইনিজ স্মার্টফোন ব্র‍্যান্ড Xiaomi তাদের কাস্টম ইউজার ইন্টারফেস MIUI তে নতুন RAM Extension ফিচারে কাজ করছে। জনপ্রিয় টিপস্টার Kacper Skrzypek এই তথ্য শেয়ার করেছেন। এই ফিচার সম্পর্কিত স্ক্রিনশট ও MIUI স্টিংগস‌ও শেয়ার করা হয়েছে। স্ক্রিনশট থেকে জানা গেছে MIUI এর আগামী র‍্যাম এক্সটেনশন ফিচার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ভার্চুয়াল র‍্যাম প্রোভাইড করবে যা যা মাল্টি টাস্কিং ও দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো অ্যাপের মেমরি ধরে রাখবে। স্ক্রিনশটে দেখানো হয়েছে র‍্যাম এক্সটেনশন ফিচার কমপক্ষে 1 জিবি পর্যন্ত ফোনের মেমরি র‍্যাম হিসেবে ব‍্যবহার করতে পারবে। এছাড়া এই ফিচার শুধুমাত্র তখনই ব‍্যবহার করা যাবে যখন ফোনে পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ থাকবে।

জানিয়ে রাখি, এটি কোনো নতুন ফিচার নয়। এর আগেও অন‍্যান‍্য কোম্পানি যেমন ভিভো ও ওপ্পো এই ফিচারযুক্ত স্মার্টফোন পেশ করেছে। ভিভো তাদের Vivo X60 Pro Plus ও লেটেস্ট Vivo V21 5G স্মার্টফোনে এই টেকনোলজি যোগ করেছে। এর মাধ্যমে 3 জিবি পর্যন্ত ফোনের স্টোরেজ ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব‍্যবহার করা যায়। MIUI তে কবে র‍্যাম এক্সটেনশন ফিচার সেল‌আউট করা হবে এবিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এক‌ইভাবে আরও জানা যায়নি সবার আগে এই ফিচার কোন ফোনে দেখা যাবে।

পুরোনো ফোনের জন্য সঞ্জীবনী

শাওমির এই আগামী র‍্যাম এক্সটেনশন ফিচার সম্পর্কে আমরা মনে করছি এই ফিচার শুধুমাত্র হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোনেই দেওয়া হবে না। এই ফিচার কোম্পানির পুরোনো এবং কম র‍্যামযুক্ত স্মার্টফোনের জন্য যথেষ্ট কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই ফিচারের সাহায্যে শাওমি ইউজাররা ফোনের পারফরম্যান্স বাড়িয়ে তুলতে পারবেন।

Xiaomi আনছে 200MP ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন

র‍্যাম এক্সটেনশন ফিচারের পাশাপাশি কোম্পানি বর্তমানে 200 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোনে কাজ করছে। শাওমি এই স্মার্টফোন সম্পর্কে Digital Chat Station এ শেয়ার করেছে। আপাতত কোম্পানির এই আগামী স্মার্টফোন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এই 200 মেগাপিক্সেলের ক্ষমতাসম্পন্ন ক‍্যামেরা সেন্সর স‍্যামসাং তৈরি করছে। এছাড়া রিপোর্ট থেকে জানা গেছে Samsung Galaxy S22 সিরিজে 200 মেগাপিক্সেলের ISOCELL সেন্সর দেওয়া হতে পারে। 200 মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ক‍্যামেরার পিক্সেল সাইজ 0.64 মাইক্রন, 1.28 মাইক্রো পিক্সেল ও সেন্সর সাইজ 1/1.37 ইঞ্চি হবে। স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর 4 ইন 1 এবং 16 ইন 1 পিক্সেল বাইনিং টেকনোলজির সাহায্যে ইমেজ থেকে নয়েস রিডিউস করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here