YouTube ডিলিট করলো 1 million videos, যদি আপনি‌ও হয়ে থাকেন এই গুলির ভিউয়ার তাহলে সাবধানে থাকবেন !

ডিজিটাল হতে থাকা বিশ্ব আর অনলাইন হতে থাকা লোকেদের কারনে ইন্টারনেটের ব‍্যবহার দ্রুত বেড়েছে। ইন্টারনেট থেকে শুরু করে ইনফরমেশন পর্যন্ত সব ধরণের কন্টেন্ট এবং তথ্য ইন্টারনেটে আছে। কিন্তু ইন্টারনেটে আপনি যা পড়ছেন বা দেখছেন আদেও সেটি কি সত্যি? ইন্টারনেটের দুনিয়াতে যে জিনিসকে বেশি লোক ফলো করতে শুরু করে, লোকেরা সেটিকে সত্যি মনে করে নেয়। কিন্তু Google যার মালিক অর্থাৎ Youtube এরকম Fake তথ্য দেওয়ার জন্য নিজের প্ল‍্যাটফর্ম থেকে 1 Million অর্থাৎ 10 লাখ ভিডিও Delete করে দিয়েছে।

Delete হলো 10 লাখ ভিডিও

YouTube এর নেওয়া এই বড়ো কদম চর্চার বিষয় হয়ে গেছে। সামনে আসা তথ্য অনুযায়ী ইউটিউবে লক্ষাধিক এরকম ভিডিও আছে যার মধ্যে COVID-19 অর্থাৎ কোরোনা ভাইরাস সম্পর্কে ফেক ইনফরমেশন দেওয়া আছে। কোরোনা মহামারীর সম্পর্কে ভ্রম এবং ভুল সূচনা প্রসারিত করা এরকম ভিডিওতে পদক্ষেপ নিয়ে ইউটিউব বিগত কয়েক মাসে 10 লাখের বেশি ভিডিও কন্টেন্ট ডিলিট করে দিয়েছে। ইউটিউব থেকে তুলে নেওয়া ভিডিওতে কোরোনা ভাইরাস, ভ‍্যাক্সিন, উষধ এবং চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত ভুল তথ্য দেওয়া হয়েছিল।

প্রত‍্যেক তিন মাসে ডিলিট হয় 1 কোটি ভিডিও

YouTube এর অনুযায়ী ভুল সূচনা এবং ভ্রম তৈরি করা তথ্য দেওয়ায় কোম্পানি প্রত‍্যেক কোয়ার্টার অর্থাৎ তিন মাস অন্তরে প্রায় 10 মিলিয়ন / 10,000,000 ভিডিও নিজের প্ল‍্যাটফর্ম থেকে ডিলিট করে। ইউটিউব নিজের প্ল‍্যাটফর্মে‌র ব‍্যবহার করার জন্য কিছু টার্ম অ্যান্ড পলিসি বানিয়েছে। এমতাবস্থায় যে ভিডিও‌গুলি Youtube Policy এর উলঙ্ঘন করে সেগুলি‌কে তুলে নেওয়া হয়। এর মধ্যে অধিকাংশ ভিডিও এরকম হয় যার 10 এর থেকে কম ভিউ থাকে।

চলুন আপনাকে একটি কাজের ট্রিক বলি, কিভাবে ব‍্যাকগ্রাউন্ডে‌ও চালাবেন Youtube ভিডিও আর গান

  1. সবার আগে নিজের অ্যান্ড্রয়েড ফোনে Google Chrome ব্রাউজার ডাউনলোড করুন আর এতে Youtube খুলুন।
  2. ইউটিউব ওপেন হ‌ওয়ার পরে সামনে থাকা ওয়েবপেজের উপরের ডানদিকের কোনায় দেখুন, এখানে ‘তিনটি ডট’ দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
  3. এখানে অপশনের একটি লিস্ট খুলবে যার মধ্যে ‘Desktop Site’ এর অপশন‌ও থাকবে, এতে ক্লিক করুন।
  4. এখানে ক্লিক করতেই লে‌আউট বদলে যাবে যা কোনো ল‍্যাপটপ/কম্পিউটারে খোলা ইউটিউবে‌র মতো হবে। এখানে নিজের পছন্দ অনুযায়ী গান বা ভিডিও প্লে করুন, আর তারপরে হোম বাটন টিপে দিন।
  5. এখন ফোনের নোটিফিকেশন প‍্যানেল খুলে এখানে আপনি ভিডিও প্লেব্যাকের অপশন পেয়ে যাবেন। প্লে বাটনে ক্লিক করতেই Youtube এ ওপেন করা ভিডিও চালু হয়ে যাবে।
  6. মজার কথা হলো যে আপনি নিজের ফোন লক করে দিলেও সেই ভিডিও চলতে থাকবে আর আপনি নোটিফিকেশন প‍্যানেল থেকে সেটি কন্ট্রোল করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here