Categories: খবর

108MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি যুক্ত এই 5G ফোনে পাওয়া যাবে 3,000 টাকা ক‍্যাশব‍্যাক, জেনে নিন কবে থেকে শুরু হবে এই ফোনটির সেল এবং কত হবে ফোনটির দাম

Samsung কয়েক সপ্তাহ আগেই Galaxy-A সিরিজে নিজের একটি অসাধারণ ফোন স‍্যামসাং গ‍্যালাক্সি এ73 5জি স্মার্টফোন‌টিকে পেশ করেছিল। এই ফোনটির লঞ্চের সময়ে কোম্পানি এই 5G ফোনের দামের সম্পর্কে কিছুই জানায়নি। কিন্তু, এখন কোম্পানি অফিসিয়ালি আগামী 8 এপ্রিল সেলে (Galaxy A73 5G Sale) আসতে চলা এই ফোনটির দামের সম্পর্কে জানিয়েছে। এই ফোনটির প্রী-বুকিং ভারতে আগেই শুরু হয়ে গিয়েছিল। ফোনটির স্পেসিফিকেশনের কথা বলা হলে ফোনটিতে 108MP প্রাইমারি ক‍্যামেরা যুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে ফোনটির দামের সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A73 5G-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

স‍্যামসাং-এর Galaxy A73 5G স্মার্টফোন‌টিকে 6.7-ইঞ্চির HD+ Super AMOLED ডিসপ্লে‌র সাথে পেশ করা হয়েছে। স‍্যামসাং-এর এই ফোনটি‌র ডিসপ্লে‌র রেজল্যুশন 1080×2400 পিক্সেল এবং রিফ্রেশরেট 120Hz। এই ফোনটির ডিসপ্লেটি‌কে Corning Gorilla Glass 5 এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর

Samsung Galaxy A73 5G ফোনের প্রসেসরের কথা বলা হলে, এই ফোনটি‌কে Qualcomm এর Snapdragon 778G প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। স‍্যামসাং-এর এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 642L GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 আধারিত OneUI 4.1-এ রান করে। কোম্পানি জানিয়েছে, যে তারা Galaxy A73 5G স্মার্টফোনে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করবে। এর সাথেই ফোনটিতে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট‌ও দেওয়া হবে।

ক‍্যামেরা

স‍্যামসাং Galaxy A73 5G স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে 108MP এর প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক‍্যামেরা‌র সাথে এই ফোনে 12MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5MP ম‍্যাক্রো লেন্স এবং 5MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই ফোনে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 32MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ব‍্যাটারি

স‍্যামসাং Galaxy A73 5G স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কিন্তু ফোনটির বাক্সের সাথে চার্জার পাওয়া যাবে না। এই ফোনে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। লেটেস্ট Galaxy A73 5G স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার এবং স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ73 5জি ফোনের প্রাইস

স‍্যামসাং Galaxy A73 স্মার্টফোন‌টিকে ভারতীয় মার্কেটে আগামী 8 এপ্রিল দুটি ভেরিয়েন্টে সেলের জন্য পেশ করা হবে। আসলে কোম্পানি 8 এপ্রিল বিকেল 6টায় নিজের ওয়েবসাইটে একটি বিশেষ সেলের আয়োজন করতে চলেছে। এই ফোনটির 8GB র‍্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম 41,999 টাকা। আবার স‍্যামসাং গ‍্যালাক্সি এ73 স্মার্টফোনে‌র 8GB র‍্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম 44,999 টাকা।

যদি আপনি গ‍্যালাক্সি এ73 ফোনটিকে প্রি-রিজার্ভ করে থাকেন, তাহলে গ‍্যালাক্সি বাডস লাইভ ট্রু ওয়ারলেস ইয়ারবাডসটি‌কে 6,990 টাকার বদলে শুধুমাত্র 499 টাকায় কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা স‍্যামসাং ফাইনান্স+, আইসি আইসিআই ব‍্যাঙ্কের কার্ড অথবা এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,000 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক পেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন