5800mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Honor X9b, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে Honor X9b লঞ্চ করা হয়েছে। এই ফোনটিকে সমস্ত সেগমেন্টের মধ্যে সবচেয়ে মজবুত এবং বিশ্বস্ত স্মার্টফোন বলে জানানো হয়েছে। এই ফোনে আলট্রা বাউন্স 360-অ্যান্টি ড্রপ রেজিস্টেন্স এবং অ্যাডভান্স কুশন টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনটি ফাইভ স্টার ওভার অল ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেট পাওয়া প্রথম স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে।

Honor X9b 5G এর ডিজাইন

Honor X9b ফোনটির ডিজাইন অনেকটা Realme এর প্লেবুকের থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। ফোনটির রেয়ার ক্যামেরা মডিউল দুটি সোনালি রিং দিয়ে ঘেরা। এর মধ্যে বাইরের রিঙে রেখা রয়েছে যা ক্যামেরা মডিউলকে লক্ষণীয় করে তোলে এবং ভেতরের রিং স্মার্টফোনে লেখা ‘ম্যাট্রিক্স এআই ভিশন ক্যামেরা’ টেক্সটটিকে হাইলাইট করে তোলে।

এছাড়াও এই ফোনে কার্ভ স্ক্রিন এবং প্লাস্টিক ফ্রেম রয়েছে। এই ফোনটির ওজন মাত্র 185 গ্রাম এবং থিকনেস 7.98 এমএম। এই ফোনের ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর ফ্রন্ট ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। এই ফোনের স্ক্রিনের চারদিকের বেজল অত্যন্ত পাতলা।

Honor X9b 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5k রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1920Hz PWM ডিমিং এবং 1200 নিটস পীক ব্রাইট =নেস সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য 108MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • প্রসেসর: Honor X9b ফোনে এই বছরের শুরুতে Realme 12 Pro ফোনের মাধ্যমে ভারতের বাজারে প্রথম লঞ্চ হওয়া কোয়ালকম স্নাপফ্রাগেন 6 জেন 1 SoC যোগ করা হয়েছে। এই মিড রেঞ্জ অক্টাকোর চিপসেটে 2.2GHz ক্লক স্পীড, অ্যাড্রিনো A710 GPU এবং বিল্ট ইন 5G মোডেম রয়েছে। এতে 8GB \RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 8GB virtual RAM ব্যাবহার করা যায়।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক ওএস 7.2 সহ পেশ করা হয়েছে। এটি কিছুটা পুরনো সগত্বার হলেও কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনটি খুব তাড়াতাড়ি আপডেট করে দেওয়া হবে। এই ফোনে দুই বছর ওএস আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  • ব্যাটারি: HONOR X9b ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 35 ওয়াট ফাস্ট চার্জং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের সঙ্গে 30W চার্জার দেওয়া হচ্ছে এবং এটি ব্যাবহার করে ফোনটি ফুল চার্জ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে।

Honor X9b 5G এর দাম

  • ভারতের বাজারে Honor X9b 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। ফোনটির দাম মাত্র 25,999 টাকা রাখা হয়েছে।
  • ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ কালারে বাজারে আনা হয়েছে।
  • এই ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্ক ট্রানজংকশনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির এফেক্টিভ দাম কমে মাত্র 22,999 টাকা হয়ে যায়।
  • ফোনটির সঙ্গে কোম্পানি 5,000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।
  • আজ অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি আমাজন, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

Honor X9b এর প্রতিদ্বন্দ্বী

লেটেস্ট Honor X9b ফোনটি মজবুত বডি, স্টাইল এবং 5,800mAh এর দৌলতে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এতে 120Hz AMOLED ডিসপ্লে এবং 108MP ক্যামেরা রয়েছে। তবে এই ফোনটিকে ভারতের বাজারে উপস্থিত POCO X6 Pro, Motorola Edge 40 এবং Realme 12 Pro+ এর মতো ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। Realme ফোনের ক্যামেরা অতুলনীয়। Motorola Edge 40 ফোনে ক্লিন সফটওয়্যার, ওয়্যারলেস চার্জিং এবং IP68 রেটিং রয়েছে। অন্যদিকে POCO X6 Pro ফোনটি তার সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এবং ফিচার প্যাক ফোন গুলির মধ্যে অন্যতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here