লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব

রিয়েলমি অফিসিয়ালি তাদের আপকামিং Realme 8 সিরিজ টীজ করা শুরু করে দিয়েছে। মঙ্গলবার কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করেছে Realme 8 Pro ফোনটিতে 108MP Samsung HM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এবার একটি নতুন রিপোর্টে এই সিরিজের দুটি ফোন Realme 8 এবং Realme 8 Pro এর প্রসেসর লিক হয়ে গেছে। লিকে বলা হয়েছে Realme 8 সিরিজের 4জি ভেরিয়েন্টে কোয়ালকম প্রসেসর দেওয়া হবে। অন‍্যদিকে মুকুল শর্মা জানিয়েছেন রিয়েলমির একটি স্মার্টফোন RMX3041 মডেল নাম্বারসহ TENAA তে লিস্টেড হয়েছে। এই লিস্টিং থেকে স্পেসিফিকেশন ও রেন্ডার পাওয়া গেছে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সাথে Xiaomi Mi 11 Lite ওয়েবসাইটে লিস্টেড হল, 5G এর শক্তির সাথে খুব শীঘ্রই হবে লঞ্চ

Realme 8 সিরিজের প্রসেসর

কোম্পানির আগামী স্মার্টফোন সিরিজের প্রসেসর সম্পর্কে TheLeaks নামের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে Realme 8 4G স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। অন‍্যদিকে Realme 8 Pro 4G তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হবে। জানিয়ে রাখি কোম্পানির এর আগে তাদের Realme 8 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি95 এবং Realme 8 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট ব‍্যবহার করেছিল। এছাড়া কোম্পানির Realme 8i ফোনটিতে স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়।

প্রসেসর ছাড়া আপাতত Realme 8 4G এবং Realme 8 Pro 4G সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি, তবে শোনা যাচ্ছে শীঘ্রই মার্কেটে পেশ করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই মাস অর্থাৎ মার্চেই Realme 8 সিরিজ লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

TENAA লিস্টিং

টেনাতে দেখা Realme RMX3041 ফোনটি সম্পর্কে মনে করা হচ্ছে এটি Realme 8 স্মার্টফোন। রেন্ডার অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা ও এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। ফোনের গ্লসি ব‍্যাক প‍্যানেলে রিয়েলমির লোগো রয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে টপ লেফট কর্ণারে সেলফি ক‍্যামেরা সহ পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট অবস্থিত। এক‌ইভাবে ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন থাকবে। Realme 8 Pro এর ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন

Realme RMX3041 এর ডিজাইন ছাড়া আরও জানা গেছে এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম এবং 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। ফোনটির ডায়মেনশন 162.5 × 74.8 × 8.5 এম‌এম। যেহেতু এতে 5জি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা মনে করছি এতে মিডিয়াটেক ডায়মেনসিটি অথবা লেটেস্ট মিড রেঞ্জ স্ন‍্যাপড্রাগন চিপসেট থাকবে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর

Realme 8 Pro তে থাকছে 108MP ক‍্যামেরা

কোম্পানি তাদের Realme 8 Pro তে লেটেস্ট 108MP Samsung HM2 সেন্সর যোগ করবে যা 9 ইন 1 পিক্সেল বাইনিং এবং 1/1.52″ লার্জ সেন্সরযুক্ত। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেন্সর কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফি করবে। এছাড়া ISOCELL Plus টেকনোলজি অপটিক্যাল লস ও লাইট রিফলেকশন কম করবে।

কবে লঞ্চ হবে Realme 8 সিরিজ?

 Realme 8 Pro এর ক‍্যামেরা স্পেসিফিকেশন ছাড়া আগামী ফোনগুলি সম্পর্কে অন্য কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবিষয়ে আলোকপাত করা হবে।

আরও পড়ুন: আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ

Realme 7 সিরিজে ছিল তিনটি মডেল

কোম্পানি গত বছর সেপ্টেম্বর মাসে তাদের Realme 7 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়। অবশ্য পরবর্তী সময়ে এই লাইন‌আপে Realme 7i ও Realme 7 5G ফোন যোগ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে শুরুতে Realme 8 সিরিজেও দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here