13GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Tecno Pova 4 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

স্মার্টফোন কোম্পানি Tecno ভারতে 13GB RAM এবং 50MP ক্যামেরা সহ নতুন Pova 4 স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি কয়েক সপ্তাহ আগে Tecno Pova 4 এবং Tecno Pova 4 Pro নামের দুটি ফোন পেশ করেছিল। এই লেটেস্ট ফোনে MediaTek Helio G99 চিপসেট যোগ করা হয়েছিল। ের পাশাপাশি এতে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছিল। ফোনটির ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Tecno Pova 4 ফোনটিতে 6000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 50MP ক্যামেরা রয়েছে। এই পোস্টে Tecno Pova 4 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ইউজারদের জন্য ধামাকাদার অফার নিয়ে হাজির Jio, এসে গেছে Jio Football WorldCup Data pack

Tecno Pova 4: দাম এবং অফার

Tecno Pova 4 ফোনটি ভারতে 8GB RAM ও 128GB স্টোরেজের সঙ্গে 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। আমাজন ইন্ডিয়ার মাধ্যমে 13 ডিসেম্বর থেকে সেল করা হবে।

Tecno Pova 4: স্পেসিফিকেশন এবং ফিচার

টেকনো পোভা সিরিজের এই ফোনে 1640 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির HD+ LCD প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90Hz এবং টাচ স্যাম্পেলিং রেট 180Hz। ফোনটির স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। লেটেস্ট Pova 4 ফোনটি অক্টাকোর প্রসেসর যুক্ত MediaTek Helio G99 চিপসেটে রান করে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali G57 GPU দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এর আগে MediaTek Helio G99 প্রসেসরের সঙ্গে মিড রেঞ্জে POCO M5, Redmi 11 Prime, Realme 10 এবং Infinix Note 12 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। Tecno Pova 4: ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি 5GB Virtual RAM সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে মোট 13GB RAM উপভোগ করা যায়। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে HiOS 12 এ কাজ করে। আরও পড়ুন: VIDEO: MS Dhoni কিনলেন এই ইলেকট্রিক গাড়ি, ফিচার শুনে হতে হয় অবাক

Tecno Pova 4 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি লেন্স এবং একটি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরার সঙ্গেও LED ফ্ল্যাশ আছে।

Tecno Pova 4 স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিঙের জন্য এই ফোনে Type-C পোর্ট এবং 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে ডান দিকের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে এবং এর সাহায্যে ফোনটির মেমরি 2TB পর্যন্ত বাড়ানো যায়। এছাড়াও এই ফোনে DTS অডিও এবং স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে। আরও পড়ুন: Jio-এর কাছেও নেই Airtel-এর এই 2টি Recharge-এর উত্তর, দেখে নিন বেনিফিট

Tecno Pova 4 ফোনটি Uranolith Grey এবং Cryolite Blue এই দুটি কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে আপাতত এই ফোনের Lava Orange কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়নি। এই ফোনের ওজন 212 গ্রাম। ফোনটিতে IPX2 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Dual-SIM, 4G, WiFi, Bluetooth 5.0, NFC, GPS এবং Glonass এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here