ভিডিও লাইক করে টাকা কামানোর চক্ক্রে বড় লোকসান! অনলাইন ফ্রডে 16 লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার

Highlights

  • এই অনলাইন ফ্রডের ঘটনা ঘটেছে পুনেতে।
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছিল।
  • অনলাইন লিঙ্কের মাধ্যমে টাকা আয় করতে চেয়েছিলেন।

ভারতে সোশ্যাল মিডিয়ার ব্যাবহার দিন দিন যত বেড়ে চলেছে ততই বাড়ছে অনলাইন ফ্রডের ঘটনা। সাইবার ক্রিমিনালরা প্রায়ই নতুন নতুন পদ্ধতিতে স্ক্যাম করছে এবং সম্প্রতি এই ধরনের এক ঘটনার শিকার হয়েছেন পুনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ক্যামাররা অনলাইন পার্ট টাইম জবের অফার দিয়ে সেই ব্যাক্তির থেকে 16 লক্ষ টাকা লুতে নিয়েছে। আরও পড়ুন: 8GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO Reno 9A 5G স্মার্টফোন, দেখে ন্নিন দাম এবং স্পেসিফিকেশন

কি ঘটেছে?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুনেতে বসবাসকারী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাপে পার্ট টাইম জবের অফার পান। এই অ্যাপে তাকে উপরি আয়ের লভ দেখিয়ে বলা হয় শুধু মাত্র কিছু ভিডিও লাইক করেই টাকা কামান যাবে। কোন খাটনি ছাড়াই বাড়িতে বসে বসে টাকা আয়ের লোভে স্ক্যামারদের এই ফাঁদে পা রাখেন সেই ইঞ্জিনিয়ার।

স্ক্যামাররা তাকে অনলাইন লিঙ্ক পাঠাতে শুরু করে এবং তাকে শুধু সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও লাইক করতে হয় ও এর পরিবর্তে টাকা টাকাও দেওয়া হয়। প্রথমে ভিডিও লাইক করার বদলে তাকে টাকা দিয়ে তাঁর বিশ্বাস জিতে নেয় স্ক্যামাররা এবং এরপর আরও বেশি টাস্ক পূরণ করার প্রস্তাব দেয়। রিপোর্ট অনুযায়ী মে মাসে এই ব্যাক্তি স্ক্যামারদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 15.9 লক্ষ টাকা ট্রান্সফার করে দেন। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হল Xiaomi Pad 6, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

টাস্ক ছাড়াও স্ক্যামাররা তাকে একটি ওয়েবসাইটে বিনিয়োগ করে হাই প্রফিট কামানোর কথা বলে। টাকা ইনভেস্ট করে যখন অনলাইন চেক করেন তখন সত্যিই সেখানে ভালো পরিমাণ প্রফিট শো করছিল। কিন্তু তিনি সেই টাকা তোলার চেষ্টা করে তিনি অবাক হয়ে যান।

নিজের বিনিয়োগ করা টাকা তুলতে গিয়ে তিনি নিজে ব্যর্থ হন। তিনি এই বিষয়ে তাঁর এমপ্লয়ার অর্থাৎ স্ক্যামারদের সঙ্গে কথা বললে তাঁরা রতাকে আরও বেশি টাকা ট্রান্সফার করার কথা বলে। এই পরিস্থিতিতে পৌঁছে তিনি বুঝে যান যে তাকে অনলাইন জোচ্চুরির শিকার হতে হয়েছে। কিন্তু ত্ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর পুলিশে অভিযোগ করা হলেও ইতিমধ্যে তাঁর মোট 16 লক্ষ টাকা স্ক্যামারদের হাতে চলে গেছে। আরও পড়ুন: লঞ্চ হল Infinix Note 30 VIP স্মার্টফোন, 32MP সেলফি ক্যামেরাসহ এতে আছে 5,000mAh ব্যাটারি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here