18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • 18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra
  • প্রথমে চীনে লঞ্চ হবে এই ফোনটি।
  • Xiaomi 13 Ultra এর সাথে Xiaomi Pad 6 ও লঞ্চ হতে পারে।

সম্প্রতি Xiaomi এর তরফে জানানো হয়েছিল যে কোম্পানি শীঘ্রই মার্কেটে তাদের নম্বর সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Ultra লঞ্চ হবে। এবার একটি লিক রিপোর্টে এই ফোনের লঞ্চের তারিখও সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে যে Xiaomi এর এই ফোনটি 18 এপ্রিল চীনে লঞ্চ হতে পারে। এই লিকটি একটি চাইনিজ রিটেলার ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে যেখানে ফোনটির নাম এবং লঞ্চে ডিটেইলস শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

Xiaomi 13 Ultra স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস

ভারতে Xiaomi 13 Ultra ফোনটি আসতে এখনও অনেক সময় লাগবে। এই মোবাইলটি প্রথম কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ হতে পারে। Xiaomi 13 Ultra ফোনটি আগামী 18 এপ্রিল লঞ্চ হতে পারে। চাইনিজ রিটেইলার ওয়েবসাইটে এই ফোনের লঞ্চ টিজ করা হয়েছে যেখানে লঞ্চের সময় স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা 7 টায় বলা হয়েছে। তবে এই বিষয়ে কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই দিন এই ফোনটির সাথে Xiaomi Pad 6 ও মার্কেটে লঞ্চ হতে পারে।

Xiaomi 13 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 2K AMOLED ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট

Xiaomi 13 Ultra স্মার্টফোনের ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি একটি 6.7-ইঞ্চি বড় 2K AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশরেট সহ লঞ্চ হতে পারে। আরও পড়ুন: দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি ফোনের তালিকা, সবথেকে দামী ফোনটির দাম 395 কোটি টাকা

  • 16GB RAM
  • 512GB মেমরি
  • Snapdragon 8 Gen 2

লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi 13 Ultra স্মার্টফোনটি Qualcomm এর শক্তিশালী Snapdragon 8 Gen 2 Octacore প্রসেসরে লঞ্চ হবে। এই ফোনে 16 GB পর্যন্ত RAM মেমরি এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে।

  • 50MP Sony IMX989
  • 32MP সেলফি স্ন্যাপার

ফটোগ্রাফির জন্য Xiaomi 13 Ultra ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। লিক রিপোর্টে বলা হয়েছে এই ফোনের প্রাইমারি লেন্স 50MP Sony IMX989 হতে পারে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। আরও পড়ুন: জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

  • 4,900mAh ব্যাটারি
  • 90W ফাস্ট চার্জিং
  • 50W ওয়্যারলেস চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,900 mAh ব্যাটারি দেখা যাবে। লিক অনুসারে এই Xiaomi ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, যার সাথে 50W ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here