OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

Highlights

  • OnePlus Nord CE 3 Lite ফোনে Snapdragon 695 SoC রয়েছে।
  • Realme এবং OnePlus দুটি ফোনের স্পেসিফিকেশনই অনেকটা একরকম।
  • দুটি স্মার্টফোনই Android 13 এ রান করে।

OnePlus Nord CE 3 Lite হল কোম্পানির লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Nord CE 2 Lite-এর উত্তরসূরি। OnePlus-এর এই ফোনটি 19,999 টাকার প্রারম্ভিক দামে মার্কেটে লঞ্চ করা হয়েছে,এই ফোনটিকে সরাসরি টক্কর দিচ্ছে Realme 10 ProRealme-এর এই ফোনটি বছরের শুরুতে লঞ্চ করা হয়েছে। মজার ব্যাপার হল এই দুটি ফোনের স্পেসিফিকেশন প্রায় একই রকম। এই পোস্টে Realme 10 Pro স্মার্টফোনের সাথে OnePlus Nord CE 3 Lite এর তুলনা করে দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হতে পারে সেটা জানানো হল। আরও পড়ুন: দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি ফোনের তালিকা, সবথেকে দামী ফোনটির দাম 395 কোটি টাকা

OnePlus Nord CE 3 Lite Vs Realme 10 Pro স্মার্টফোনের দাম

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, 8GB + 128GB এবং 8GB + 256GB। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। Realme 10 স্মার্টফোনটি কোম্পানি 128GB স্টোরেজ সহ দুটি RAM অপশনে পেশ করেছে। এই ফোনটির 6GB RAM মডেলটি 18,999 টাকা এবং 8GB RAM মডেলটি 19,999 টাকায় লঞ্চ করা হয়েছে।

Realme এর ফোনটি সিঙ্গেল স্টোরেজ সহ দুটি র‍্যাম অপশন সহ পাওয়া যায়। এর পাশাপাশি OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি সিঙ্গেল র‍্যামের সাথে দুটি স্টোরেজ অপশনে দেওয়া হবে।

OnePlus Nord CE 3 Lite Vs Realme 10 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার

ডিজাইন

লুক সম্পর্কে কথা বললে OnePlus Nord CE 3 Lite এবং Realme 10 Pro স্মার্টফোনের ডিজাইন প্রায় একই রকম। ব্যাক প্যানেলে দুটি ক্যামেরার রিং রয়েছে যা প্রায় একই রকম। এতে শুধুমাত্র LED ফ্ল্যাশের অবস্থান ভিন্ন। দুটি স্মার্টফোনই প্লাস্টিকের বিল্ড এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সহ পেশ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

বাটন প্লেসমেন্টের বিষয়ে কথা বললে OnePlus এবং Realme উভয় স্মার্টফোনের ডানদিকে ভলিউম স্লাইডার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাওয়ার বাটন পাওয়া যায়। এর সাথে ফোনের বাম প্রান্তে কিছুই নেই। নীচে স্পিকার, সিম ট্রে, USB টাইপ সি এবং মাইক্রোফোন জ্যাক রয়েছে। তাই ডিজাইনের দিক থেকে দুটি ফোনই প্রায় একই রকম।

ডিসপ্লে

OnePlus এবং Realme উভয় স্মার্টফোনই ডিসপ্লের দিক থেকে একই রকম। উভয় ফোনেই একটি 6.72-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন Full HD+, রিফ্রেশরেট, টাচ স্যাম্পলিং রেট 240Hz। এই ফোনে সেলফির জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। উভয় ফোনের ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস হল 700নিটস যা Gorilla Glass প্রোটেকশন সাপোর্ট করে।

এই দুটি ফোনের ডিসপ্লে HDR সাপোর্ট করে না। অর্থাৎ আপনি একাধিক OTT প্ল্যাটফর্মে HD কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন না। এর সাথে উভয় ফোনের কালার রিপ্রোডাকশনও সামান্য। আরও পড়ুন: দেখে নিন Allu Arjun অভিনীত 10টি সুপারহিট ফিল্মের লিস্ট, না দেখলে চরম মিস

প্রসেসর, RAM এবং স্টোরেজ

OnePlus Nord CE 3 Lite এবং Realme 10 Pro উভয় ফোনেই Qualcomm-এর মিড-রেঞ্জ Snapdragon 695 SoC দেওয়া হয়েছে। 2021 সালের পর অনেক স্মার্টফোনেই এই প্রসেসর দেখা গেছে। এই প্রসেসরটি ব্যাটারি সেভিং ফিচারের জন্য জনপ্রিয়। Qualcomm-এর এই চিপসেটটি 6nm প্রসেসে তৈরি যার সাথে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ এবং LPDDR4X RAM সাপোর্ট দেওয়া হয়েছে। OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি 8GB র‍্যামের সাথে 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ পেশ করা হয়েছে। অন্যদিকে Realme 10 Pro স্মার্টফোনটি 128 GB স্টোরেজ সহ 6GB এবং 8GB RAM অপশনে পাওয়া যায়।

অপারেটিং সিস্টেমের সম্পর্কে কথা বললে OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি Android 13 বেসড OxygenOS 13-এ রান করে। অন্যদিকে Realme 10 Pro স্মার্টফোনটি Android 13 বেসড realme UI 4-এ রান করে। OnePlus এবং Realme স্মার্টফোন দুটি একই Android ভার্সনে রান করে। এটি তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরা

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 108MP সহ Samsung এর HM6 সেন্সর সাপোর্ট করে। এর সাথে 2MP ডেপথ এবং 2MP মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের সামনে সেলফি এবং ভিডিও কল করার জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Realme 10 Pro স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা Samsung HM6 108MP সেন্সর। এই ফোনের সাথে 2MP এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। Realme এর ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 16MP ক্যামেরা সেন্সর রয়েছে।

এই দুটি স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সর একই। তাদের পারফরম্যান্সও একই রকম। উভয় ফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট নেই। যদিও 20 হাজার বাজেটে এই ফিচারটি বর্তমানে পাওয়া যাচ্ছে না।

ব্যাটারি

OnePlus Nord CE 3 Lite এবং Realme 10 Pro উভয় ফোনেই একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, তবে দুটি ফোনই বিভিন্ন ব্যাটারি ক্ষমতা সহ আসে। Realme এর ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাচ্ছে। অন্যদিকে Nord CE 3 Lite ফোনে 67W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। দুটি স্মার্টফোনের সাথে রিটেল বক্সে চার্জার পাওয়া যায়। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

উপসংহার

স্পেসিফিকেশন দিক থেকে OnePlus Nord CE 3 Lite এবং Realme 10 Pro দুটি ফোনই প্রায় একই রকম। OnePlus-এর স্মার্টফোনে একটি অতিরিক্ত ক্যামেরা সেন্সর এবং ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। দুটি ফোনই Android 13 এ রান করে। এই দুটি ফোনই বেশ ভালো। তাই আপনি এই দুটি ফোনের মধ্যে আপনাদের যেটি বেশি পছন্দ সেটি কিনতেই পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here