45 টাকায় পাবেন 180 দিনের ভ্যালিডিটি! জেনে নিন এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস

Highlights

  • এই প্ল্যানটি Vi চালু করেছে।
  • এতে Missed Call Alerts পাওয়া যাবে।
  • এই প্ল্যানটির ভ্যালিডিটি 180 দিন।

Vodafone Idea অর্থাৎ Vi এখনও ভারতে তাদের 5G পরিষেবা শুরু করতে পারেনি। Jio এবং Airtel এর থেকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ফলে Vi তাদের রিচার্জ প্ল্যান, ট্যারিফ প্যাক এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে মোবাইল ইউজারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এই প্রচেষ্টার অধীনে Vi এখন 45 টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যার ভ্যালিডিটি 180 দিন অর্থাৎ 6 মাস। আরও পড়ুন: Instagram প্রোফাইলের জন্য নাম খুঁজছেন? রইল 150টিরও বেশি স্টাইলিশ এবং Cool Instagram প্রোফাইল নাম

Vodafone Idea-এর 45 টাকার প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস

  • Vi-এর এই 45 টাকার ট্যারিফ প্ল্যানটি একটি স্মার্ট প্যাক যার ভ্যালিডিটি 180 দিন।
  • এই প্ল্যানটির নাম Missed Call Alerts প্যাক।
  • নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই রিচার্জের পরে মোবাইল ইউজাররা মিসড কল অ্যালার্ট পরিষেবা পাবেন।
  • একবার 45 টাকার রিচার্জের পরে এই পরিষেবাটি 180 দিন কাজ করবে।

  • 45 টাকার এই প্ল্যানে কোনও কলিং বা ডেটা সুবিধা নেই।
  • এটা No Service Validity প্ল্যান, তাই এই প্ল্যানটি রিচার্জ করার পর কোনও ধরনের অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না।
  • মনে রাখবেন যে 45 টাকা রিচার্জ করার পরেও ইউজারদের তাদের নম্বর সক্রিয় রাখতে অন্যান্য রিচার্জ করতে হবে।

Vi-এর 45 টাকার রিচার্জে কারা উপকৃত হবে?

Vi-এর এই মিসড কল অ্যালার্ট প্ল্যানটি সেই সব ইউজারদের জন্য উপকারী হতে পারে যারা নো নেটওয়ার্ক এলাকায় আসা যাওয়া করে। এটি একটি বিল্ডিংয়ের বেসমেন্টে বা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণকারী মোবাইল ইউজারদের উপকৃত করবে। নেটওয়ার্ক সমস্যার কারণে যাদের ফোন কভারেজের বাইরে থাকে, তারা নেটওয়ার্কে এলে মিসড কল অ্যালার্ট পাবেন এবং তারা জানতে পারবেন কে তাদের ফোন করেছে। আরও পড়ুন: গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone idea, বন্ধ হয়ে গেল কোম্পানির এই জনপ্রিয় প্ল্যান

নোট: আপনি বা আপনার পরিবারের কেউ যদি Vodafone Idea (Vi) নম্বর ব্যবহার করেন, তাহলে Vi কোম্পানির পক্ষ থেকে 2GB ডেটা এবং 5GB ডেটা ফ্রিতে পেতে পারেন। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here