গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone idea, বন্ধ হয়ে গেল কোম্পানির এই জনপ্রিয় প্ল্যান

Highlights

  • কোম্পানি এখন 549 টাকার প্রিপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে।
  • এই প্ল্যানে কলিং বেনিফিট সহ দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যেত।
  • কোম্পানি কিছু না জানিয়েই ওয়েবসাইট থেকে প্ল্যানটি সরিয়ে দিয়েছে।

Vodafone Idea সম্প্রতি তাদের প্রিপেইড পোর্টফোলিওর জন্য বেশ কিছু নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটি 549 টাকা দামে পেশ করা হয়েছিল। কিন্তু এখন কোম্পানি গোপনে এই প্ল্যানটি তাদের সাইট থেকে সরিয়ে দিয়েছে। প্রিপেইড গ্রাহকদের জন্য গত মাসে আসা এই প্ল্যানটিতে কলিং সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি পাওয়া যেত। এই পোস্টে আপনাদের এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির পাশাপাশি এই রিচার্জের অন্যান্য অপশন গুলির সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: প্রচণ্ড গরমেও পাবেন বরফের মতো ঠান্ডা হাওয়া, দেখে নিন আইস চেম্বারযুক্ত সেরা এয়ার কুলারের তালিকা

বন্ধ হয়ে যাওয়া প্ল্যানে এই সুবিধাগুলি পাওয়া যেত

  • এই রিচার্জে গ্রাহকরা 180 দিনের ভ্যালিডিটি পেতেন।
  • এতে মোট 1 জিবি ডেটার সুবিধা দেওয়া হত।
  • এই প্ল্যানে কলিং এবং SMS এর সুবিধা ছিল না।
  • এই রিচার্জে কল করার জন্য 2.5 প্রতি সেকেন্ড চার্জ করা হত।

549 টাকার রিচার্জ প্ল্যানের অন্যান্য অপশন

কোম্পানির কাছে এই প্ল্যানের কাছাকাছি দামে দুটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার বিশদ বিবরণ নীচে দেওয়া হল।

  1. Vi এর 539 টাকার প্ল্যান: এই প্ল্যানে দৈনিক 2GB ডেটা, 100 SMS এবং 56 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে। এছাড়াও এই রিচার্জে Vi অ্যাপে 3 দিনের জন্য 5GB অতিরিক্ত ডেটা পাওয়া যায়।
  2. Vi এর 599 টাকার প্ল্যান: এই রিচার্জে 70 দিনের ভ্যালিডিটি সহ দৈনিক 1.5GB ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়।

লড়াই চালিয়ে যাচ্ছে Vi

Vodafone-Idea 5G পরিষেবা লাইভ না করার কারণে তাদের গ্রাহকদের হারাচ্ছে। অন্যান্য টেলিকম অপারেটররা ইতিমধ্যেই অনেক রাজ্যে তাদের 5G পরিষেবা শুরু করেছে। Vodafone Idea 31 ডিসেম্বর 2022-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে 7,990 কোটি টাকার ক্ষতি রেকর্ড করেছে। আরও পড়ুন: জেনে নিন Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি, 100 টাকার ক্যাশব্যাক ছাড়াও পাবেন একাধিক সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here