Highlights
- গ্লোবালি এই ফোনটি পেশ করা হয়েছে।
- আপাতত ফোনটির দাম ঘোষণা করা হয়নি।
- ভারতেও রিলঞ্চ হচ্ছে HONOR ব্র্যান্ড।
ইতিমধ্যে HONOR ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানির পক্ষ থেকে ভারতে আবার স্মার্টফোন লঞ্চ করা হবে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন ভারতে পেশ করা হতে পারে। কোম্পানি গ্লোবাল মার্কেটে তাআদের একটি নতুন ফোন HONOR X5 Plus লঞ্চ করেছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: এখন আরও সস্তা 50MP Camera সহ OPPO A17! জেনে নিন নতুন দাম
HONOR X5 Plus এর স্পেসিফিকেশন
- 6.56″ 90Hz Display
- MediaTek Helio G36
- 4GB RAM+64GB Memory
- 50MP Rear camera
- 10W 5,200mAh Battery
স্ক্রিন: এই ফোনে 20.15:9 আসপেক্ট রেশিও এবং 720 × 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। টিএফটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: অনার এক্স5 প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে এইএমসি জিই8320 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 4GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HONOR X5 Plus ফোনটিতে 5,200 এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া এই ফোনটি 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
HONOR X5 Plus এর দাম
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে HONOR X5 Plus ফোনটির লো বাজেট স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটির 10,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। আন্তর্জাতিক বাজারে ফোনটি Midnight Black এবং Cyan Lake কালারে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আরও পড়ুন: স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং 24GB RAM সহ লঞ্চ হল OnePlus Ace 2 Pro, জেনে নিন দাম এবং ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন