এখন আরও সস্তা 50MP Camera সহ OPPO A17! জেনে নিন নতুন দাম

ওপ্পো তাদের লো বাজেট স্মার্টফোন OPPO A17 এর দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং আজ থেকে ওপ্পো এ17 ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। 50MP Camera এবং 8GB RAM সহ এই ফোনের নতুন দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং 24GB RAM সহ লঞ্চ হল OnePlus Ace 2 Pro, জেনে নিন দাম এবং ডিটেইলস

OPPO A17 এর দাম

পুরনো দাম ₹12,499
নতুন দাম ₹11,999
প্রাইস কাট ₹500

 

ওপ্পো এ17 ফোনটি 12,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির তরফ থেকে এই ফোনের দাম 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে জার ফলে বর্তমানে এই ফোনের দাম কমে মাত্র 11,999 টাকা হয়ে গেছে। গতকাল অর্থাৎ 15 আগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হয়ে গেছে। এছাড়া Kotek, IDFC, BOB, Federal Bank এবং AU Small Finance Bank ইউজাররা ফোনটি কেনার সময় অতিরিক্ত 10% ছাড় পাবেন।

OPPO A17 এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ Screen
  • 50MP Dual Camera
  • 8GB RAM (4GB+4GB RAM)
  • MediaTek Helio G35
  • 5,000mAh Battery

স্ক্রিন: এই ফোনে 1612 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেট ও 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এটি 16.7 মিলিয়ন কালার, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 600 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 12.1.1 এ কাজ করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে আইএমজি জিই8320 জিপিইইউ দেওয়া হয়েছে।

RAM-মাম্রি: এই ফোনে 4GB extended RAM টেকনোলজি রয়েছে। এই টেকনোলজির সাহায্যে ফোনটির ইন্টারনাল RAM এর সঙ্গে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A17 ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে ওটিজি ফিচারও রয়েছে যার সাহায্যে এই ফোনের মাধ্যে অন্য ফোন চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here