বিগত বেশ কিছু সময় ধরে খবর পাওয়া যাচ্ছিল স্যামসাং তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A14 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এবার কোম্পানি তাদের এই নতুন ফোনটি চুপচাপ মার্কেটে পেশ করে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে কোম্পানির Samsung Galaxy A14 5G ফোনটি 4GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট, 50MP camera এবং 5,000mAh battery এর মতো সুন্দর ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। আরও পড়ুন: এবার থেকে SRO থেকে অনুমোদন নিতে হবে অনলাইন গেমিং কোম্পানিগুলিকে, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস
Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস রাখা হয়েছে, তবে এর নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 এমএম এবং ওজন 204 গ্রাম।
Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। ইন্টারন্যাশনাল মার্কেটে Samsung Galaxy A14 5G ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: লঞ্চ না হয়েই মার্কেটে চলে এল 6GB RAM এবং 10.4-ইঞ্চির ডিসপ্লে সহ Realme Pad Slim, জেনে নিন স্পেসিফিকেশন
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং এনএফসি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের প্রস্ততি নিচ্ছে POCO F5 5G স্মার্টফোন, শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus-কে দেবে টক্কর
Samsung Galaxy A14 5G এর দাম
প্রথমে Samsung Galaxy A14 5G ফোনটি আমেরিকার বাজারে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 200 ডলার। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 16,000 টাকার কাছাকাছি। তবে ভারতে এই ফোনটি 14 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে। আমেরিকায় ফোনটি Black, Light Green, Dark Red এবং Silver কালারে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন