15,000 টাকার কম দামের 5টি সবচেয়ে বেস্ট 5G Phone, দেখে নিন তালিকা

5G Mobile Phones যখন ভারতে লঞ্চ হ‌ওয়া শুরু হয়, তখন কিছু মানুষেই এই ফোন গুলির গুরুত্ব বুঝেছিল। কিন্তু, ভবিষ্যৎ 5জি ফোনের সময় হতে চলেছে এবং ভারতে কিছু দিনের মধ্যে‌ই 5G Network লঞ্চ হতে চলেছে। দেশে প্রত‍্যেক ব‍্যক্তির কাছে যেখানে 5G নেটওয়ার্ক পৌঁছানোর জন্য Jio, Airtel, Vi এবং BSNL এর মতো টেলিকম কোম্পানি চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার 5জি নেটওয়ার্ক শুরু হ‌ওয়া‌র পরিবারের সেটিকে ব‍্যবহার করার জন্য স্মার্টফোন ব্র‍্যান্ড গুলিও নতুন-নতুন মোবাইল ফোন পেশ করে চলেছে। এখন মার্কেটে খুব কম দামেই 5জি স্মার্টফোন কেনা যাবে। যদি আপনি‌ও নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাহলে আপনার 5জি ফোন কেনাই উচিত হবে। এই আর্টিকেলে ভারতীয় মার্কেটে উপলব্ধ 15,000 টাকার কম দামের 5জি ফোনের লিস্ট শেয়ার করা হয়েছে। মজার বিষয় হলো, এই স্মার্টফোন গুলি 50MP Camera এবং 5,000mAh Battery সাপোর্ট করে, এর সাথেই এই ফোন গুলির দাম মাত্র 11,999 টাকা থেকে শুরু হয়।

সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

Redmi Note 10T 5G

শাওমি রেডমি নোট 10টি 5জি এখন ভারতীয় বাজারের সবচেয়ে সস্তা 5জি মোবাইল ফোন। এই স্মার্টফোন‌টিকে 11,999 টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে, এর সাথেই ফোনে 4জিবি র‍্যাম সহ পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট পাওয়া যাবে। এই ফোনটি 6.5 ইঞ্চির লার্জ ডিসপ্লে সাপোর্ট করে, এর সাথেই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে 48MP + 2MP + 2MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেল্ফি‌র জন্য এই ফোনটি 8MP ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার‌ ব‍্যাক‌আপের জন্য Redmi Note 10T 5G ফোনটি 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারি সাপোর্ট করে।

POCO M4 5G

পোকো এম4 5জি ফোনটি 12,999 টাকার প্রারম্ভিক দামে সেলের জন্য উপলব্ধ, এই ফোনটিকে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। স্পেসিফিকেশনের কথা বলা হলে, এই স্মার্টফোন‌টি 4জিবি র‍্যাম সহ 64 জিবি স্টোরেজ সাপোর্ট করে, এর সাথেই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোটোগ্রাফির জন্য এই ফোনটি 50MP + 2MP-এর ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। সেল্ফি‌র জন্য এই ফোনে 2 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি‌ও 5,000 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে।

iQOO Z6 5G

আইকিউ জেড6 5জি ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 695 চিপসেট সাপোর্ট করে এবং এই ফোনটিকে 4GB RAM + 128GB স্টোরেজের সাথে 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে 6.58 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটির ডিসপ্লে 120হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 50MP + 2MP + 2MP-এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং 16MP-এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোন‌টি 18 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে।

Vivo T1 5G

এই ভিভো মোবাইল‌টিও কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 695 চিপসেট সাপোর্ট করে। এই ফোনটি‌র 4GB RAM + 128GB-এর স্টোরেজ ভেরিয়েন্টটিকে শুধুমাত্র 14,499 টাকা দামে কেনা যাবে। এই ফোনের 5,000 এম‌এএইচের ব‍্যাটারিকে 44ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি মুহূর্তে‌র মধ্যে চার্জ করে দেবে। এই ভিভো ফোনটি 6.58 ইঞ্চির ডিসপ্লে সহ 180 হার্টজ টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 59MP + 8MP + 2MP-এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সহ সেল্ফি‌র জন্য 16MP ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme 9 5G

মার্চ মাসে লঞ্চ হ‌ওয়া রিয়েলমি 9 5জি ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 14,990 টাকা দামে আমাজন থেকে কেনা যাবে। এই ফোনটি মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 চিপসেটে রান করে, এর সাথেই ফোনটি ডায়নামিক র‍্যাম এক্সপেনশন টেকনোলজি সহ 5জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। এই ফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত 6.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোটোগ্রাফির জন্য এই ফোনটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স সহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। সেল্ফি‌র জন্য এই ফোনে 16MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই স্মার্টফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here