মাত্র 14,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Realme 11x 5G স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতা

গতকাল ভারতে realme 11 Series 5G লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 11 5G এবং Realme 11x 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এর মধ্যে Realme 11 5G ফোনটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এই পোস্টে Realme 11x 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

realme 11x 5G এর দাম

  • 6GB RAM + 128GB Storage = ₹14,999
  • 8GB RAM + 128GB Storage = ₹15,999

ভারতের মার্কেটে realme 11x 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 14,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 15,999 টাকা দামে 8GB RAM + 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনটি আগামী 30 আগস্ট থেকে Purple Dawn এবং Midnight Black কালারে সেল করা হবে। এছাড়া সেলের সময় ব্যাঙ্ক অফারে ফোনটির দামে 1,000 টাকা ছাড় এবং নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে।

realme 11x 5G এর স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 6100+
  • 8GB Dynamic RAM
  • 64MP Rear Camera
  • 8MP Front Camera
  • 5,000mAh Battery
  • 33W SUPERVOOC Charge

স্ক্রিন: realme 11x 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ পীক ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: Realme 11x 5G তে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্দ্রয়েড 13 অপাএতিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে।

RAM-স্টোরেজ: কোম্পানি এই ফোনের 6GB RAM এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে Dynamic RAM টেকনোলজি রয়েছে যার সাহায্যে ফোনের RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়।

রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Realme 11x 5G ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট সুপার ভুক চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে 9 5জি ব্যান্ড সাপোর্ট করে। এতে ডুয়েল সিম স্লট রয়েছে এবং এটি 4জি ভোএলটিইতেও কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.5 এমএম জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here