[Exclusive] 28,999 টাকা দামে আসতে চলেছে 6GB RAM যুক্ত Samsung Galaxy A34 5G স্মার্টফোন

Highlights

  • ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A34 5G এর 6GB RAM ভেরিয়েন্ট।
  • 6GB RAM যুক্ত Samsung Galaxy A34 5G ফোনটির দাম 28,999 টাকা রাখা হবে।
  • আপাতত এই ফোনটি 8GB RAM যুক্ত দুটি ভেরিয়েন্টে সেল করা হয়।

Samsung কয়েক দিন আগেই ভারতের বাজারে তাদের Galaxy A34 5G ফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে এবং 30,999 প্রাথমিক দামে পেশ করা হয়েছে। আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি শীঘ্রই বাজারে এই ফোনের 6GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হবে যা 28,999 টাকা দামে সেল করা হবে। ব্যাঙ্ক এবং কোম্পানি অফার প্রয়োগ করে ফোনটির এই মডেলের এফেক্টিভ প্রাইস 24,999 টাকা হবে। আরও পড়ুন: শুরু হল 11 5G ব্যান্ড সাপোর্টেড Samsung Galaxy A54 এবং A34 এর সেল, জেনে নিন দাম, অফার এবং ফিচার

রিটেইল সোর্স থেকে আমরা খবর পেয়েছি স্যামসাং তাদের গ্যালাক্সি এ34 5জি ফোনটির নতুন 6GB RAM ভেরিয়েন্ট বাজারে লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি 28,999 টাকা দামে সেল করা হবে। ফোনটির কেনাকাটায় কোম্পানি 3,000 টাকা ব্যাঙ্ক অফার এবং 1,000 টাকা স্যামসাং শপ অ্যাপ ওয়েলকাম ভাউচার দেওয়া হবে। এইসব অফার প্রয়োগ করে Samsung Galaxy A34 5G ফোনটির 6GB RAM মডেলের দাম পড়বে 24,999 টাকা।

Samsung Galaxy A34 5G এর দাম

Samsung Galaxy A34 5G ফোনটির বর্তমান ভেরিয়েন্টগুলির মধ্যে ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজসহ 30,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB মেমরি যোগ করা হয়েছে ও এর দাম রাখা হয়েছে 32,999 টাকা। এই ফোনটি Light Green, Black, Light Violet এবং Silver কালার ভেরিয়েন্টে সেল করা হয়। জানিয়ে রাখি ফোনটির বর্তমান ভেরিয়েন্টগুলিতেও উপরোক্ত অফারগুলি পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: AnTuTu তালিকায় প্রকাশিত Realme GT Neo 5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন, এইদিন হবে লঞ্চ

Samsung Galaxy A34 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.6″ FHD+ 120Hz AMOLED ডিসপ্লে
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 13MP সেলফি ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Samsung Galaxy A34 5G ফোনটি 6.6-ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি সুপার AMOLED প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনে ভিশন বুস্টার ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের ডায়মেনশন 161.3 X 78.1 X 8.2 এমএম এবং ওজন 199 গ্রাম।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A34 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, F/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার যুক্ত 13-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Samsung Galaxy A34 5G Android 13 বেসড OneUI 5.1 সহ Octacore প্রসেসরে চলে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 চিপসেট রয়েছে। এই ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।

এই ফোনটি 11 5জি ব্যান্ড সাপোর্ট করে এবং এর পাশাপাশি এটি 4G LTE ফিচারও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: Airtel লঞ্চ করল 3টি নতুন পোস্টপেইড প্ল্যান,পাবেন 105GB পর্যন্ত ডেটা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here