8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ হল Redmi 12 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • ক্রিস্টাল গ্লাস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে Redmi 12 5G।
  • এতে 8GB virtual RAM ফিচার রয়েছে।
  • এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

রেডমির নাম্বার সিরিজ 12 এ নতুন 5G ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Redmi 12 5G নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কম দামের এই ফোনে 5G টেকনোলজি ছাড়াও বেশ কিছু মিড লেভেল ফিচার যোগ করা হয়েছে। অসাধারণ ফিচারের পাসাপাশি এই ফোনে সুন্দর ডিজাইনও দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 4GB RAM সহ Moto G14, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Redmi 12 5G এর দাম

  • কোম্পানি তাদের এই লেটেস্ট ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।
  • 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
  • ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,499 টাকা।
  • টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ সহ 14,499 টাকা দামে পেশ করা হয়েছে।
  • কোম্পানি তাদের এই ফোনটি মুন স্টোন সিলভার, প্যাস্টেল ব্লু ও জেড ব্ল্যাক কালারে পেশ করেছে।
  • আগামী 4 আগস্ট থেকে কোম্পানির ওয়েবসাইট, আমাজন এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
  • এছাড়া ব্যাঙ্ক অফারের আওতায় ফোনটি কেনার সময় 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Redmi 12 5G এর ডিজাইন

কোম্পানি এই নতুন 5G ফোনটি বিশেষ ক্রিস্টাল গ্লাস ডিজাইনে পেশ করেছে। ফোনটির ক্যামেরা মডিউলের মধ্যে ক্যামেরা লেন্স সহ সুন্দর গোল ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে নিচের দিকে রেডমির ব্র্যান্ডিং রয়েছে এবং এই মোবাইলে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 8.17mm চওড়া এবং সবদিক থেকে ফোনটির লুক যথেষ্ট প্রিমিয়াম। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Realme 11 4G এবং 5G মডেল, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Redmi 12 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রেডমি 12 5G ফোনটিতে 6.79 ইঞ্চির এফএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 550 নিটস্ ব্রাইটনেস এবং 91% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনে 8GB virtual RAM ফিচারও যোগ করেছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিঙের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here