16GB RAM সহ লঞ্চ হল Nokia এর 5G ফোন, ফ্রিতে পাওয়া যাবে Bluetooth headphone , জেনে নিন দাম

নোকিয়া কিছু দিন আগে ভারতে তাদের কম দামের 5জি ফোন Nokia G42 5G লঞ্চ করেছিল। 6GB RAM সহ এই ফোনটি 12,599 টাকা দামে সেল করা হয়। গতকাল কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 16,999 টাকা। 8GB Virtual RAM সহ এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: ভোডাফোন-আইডিয়া ইউজারদের জন্য সুখবর! লঞ্চ হল তিনটি নতুন প্ল্যান

16GB RAM এর ক্ষমতা

Nokia G42 5G ফোনে 16GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে এবং এর সঙ্গেই 8GB Virtual RAM যোগ করা হয়েছে। ইন্টারনাল এবং ভার্চুয়াল মিলে Nokia G42 5G ফোনটিতে 16GB (8GB+8GB) RAM এর পারফরমেন্স পাওয়া যায়। জানিয়ে রাখি এই ফোনের ছোট ভেরিয়েন্টে 6GB physical RAM এর সঙ্গে 5GB virtual RAM দেওয়া হয়েছে, ফলে এই মডেলে মোট 11GB RAM উপভোগ করা যায়।

Nokia G42 5G এর দাম

ভারতের বাজারে Nokia G42 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। 6GB RAM + 128GB স্টোরেজ সহ ফোনটির বেস ভেরিয়েন্ট 12,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আমাজন সেল উপলক্ষে বর্তমানে এই ফোনটি 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার এই ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টটি 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 18 অক্টোবর থেকে Nokia G42 5G 8GB মডেল সেল করা হবে এবং এই ফোনের সঙ্গে ফ্রিতে Bluetooth headphone পাওয়া যাবে। এই ফোনটি Grey, Purple ও Pink কালার অপশনে বাজারে আনা হয়েছে। আরও পড়ুন: 6000mAh battery, 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, জেনে নিন দাম

Nokia G42 5G এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz Display
  • 8GB Virtual RAM
  • Qualcomm Snapdragon 480+
  • 50MP Rear Camera
  • 20W 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনটিতে 6.56 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েডঃ অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nokia G42 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: Nokia G42 5G ফোনে ডুয়েল সিম 5জি এবং 4জির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO প্লেব্যাক অডিও, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো অপশন রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here