মাত্র 9 মিনিটের চার্জেই 12 ঘন্টা চলবে এই Motorola ফোনটি, পাবেন 60MP সেলফি ক্যামেরা

Highlights

  • এই ফোনে একটি 60MP সেলফি ক্যামেরা রয়েছে।
  • এই ফোনটি Snapdragon 8 Gen 2 প্রসেসরে রান করে।
  • এই ফোনে Wireless Charging এর সুবিধাও রয়েছে।

Motorola তাদের ফ্ল্যাগশিপ ফোন পোর্টফোলিওর অধীনে একটি নতুন মোবাইল Moto Edge+ (2023) যুক্ত করেছে। এই স্মার্টফোনটি আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়েছে যা Qualcomm-এর শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen 2 সহ লঞ্চ হয়েছে। এই পোস্টে আপনাদের থার্ড জেনারেশন Moto Edge + স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ট্রাইয়ের পরিকল্পনা অনুযায়ী বন্ধ হতে পারে Airtel-Jio-এর আনলিমিটেড 5G ডেটা, জেনে নিন বিস্তারিত

Moto Edge+ (2023) স্মার্টফোনের ফিচার

  • এই ফোনটি 14 5G ব্যান্ড সহ লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি NFC, Bluetooth 5.3 এবং WiFi 7 সাপোর্ট করে।
  • এই ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেম সাপোর্ট করে, যার উপরে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট সহ অ্যালুমিনিয়াম কোটিং রয়েছে।
  • এই ফোনে IP686 রেটিং রয়েছে, যার ফলে ফোনটি 30 মিনিট পর্যন্ত জলে সুরক্ষিত থাকতে পারে।

Moto Edge + (2023) ফোনের স্পেসিফিকেশন

Moto Edge+ (2023) স্মার্টফোনের ডিসপ্লে

  • 6.67″ pOLED ডিসপ্লে
  • 165Hz রিফ্রেশরেট
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

এই স্মার্টফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.67-ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা POLED প্যানেলে নির্মিত এবং 165Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই মোবাইল ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি এবং 3D Gorilla Glass প্রোটেকশন রয়েছে। আরও পড়ুন: MediaTek Dimensity 7050 চিপসেটসহ মে মাসে লঞ্চ হতে পারে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Moto Edge+ (2023) স্মার্টফোনের প্রসেসর

  • Snapdragon 8 Gen 2
  • 12GB LPDDR5X RAM
  • Android 13 OS

থার্ড জেনারেশনের Moto Edge + ফোনে প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসর দেওয়া হয়েছে যা 4-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং Android 13 বেসড My UX 4.0-এর সাথে কাজ করে। এই Motorola মোবাইলটি 8GB RAM মেমরিতে লঞ্চ করা হয়েছে যার সাথে 256GB এবং 512GB স্টোরেজ সাপোর্ট রয়েছে।

Moto Edge+ (2023) স্মার্টফোনের ক্যামেরা

  • 60MP সেলফি সেন্সর
  • 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা
  • 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স

Moto Edge+ (2023) স্মার্টফোনটি F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 60-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং তার সাথে F/2.2 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল 114 ডিগ্রি FOV আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো লেন্স এবং F/1.6 অ্যাপারচার যুক্ত 12 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। আরও পড়ুন: মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, জেনে নিন ফিচার

Moto Edge+ (2023) স্মার্টফোনের ব্যাটারি

  • 5,100mAh ব্যাটারি
  • 68W ফাস্ট চার্জিং
  • 15W ওয়্যারলেস চার্জিং

এই Motorola ফোনটি 5,100 mAh ব্যাটারি সহ মার্কেটে লঞ্চ করা হয়েছে যা 68W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 15W ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনটি মাত্র 9 মিনিটের চার্জে 12 ঘন্টা ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে।

Moto Edge+ (2023) স্মার্টফোনের দাম

Moto Edge+ (2023) ফোনটি আমেরিকায় দুটি মেমরি ভেরিয়েন্ট সহ সেলের জন্য উপলব্ধ হতে চলেছে। এই মোবাইলটির প্রারম্ভিক দাম 800 US ডলার থেকে শুরু যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 65,499 টাকার কাছাকাছি। আরও পড়ুন: মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here