Airtel তাদের 5G এর জন্য বড় পরিকল্পনা নিয়ে প্রস্তত, Jio কে চাপে ফেলার জন্য হাত মিলিয়েছে Qualcomm এর সঙ্গে, জেনে নিন কবে লঞ্চ

বর্তমানে 5G এর জন্য ভারতের ইন্টারনেট ইউজার থেকে শুরু করে টেক প্রেমী পর্যন্ত প্রত‍্যেকে যথেষ্ট উৎসাহিত হয়ে রয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি চালু হয়নি, অথচ তার আগেই এবিষয়ে আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে গোটা বিশ্বের 60টির‌ও বেশি দেশে সক্রিয়ভাবে 5G পরিষেবা শুরু হয়ে গেছে। এবার একটি নতুন রিপোর্ট দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই দেশগুলির লিস্টে ভারতের নাম‌ও জুড়ে যাবে। কারণ, টেলিকম ইন্ডাস্ট্রির অন‍্যতম কোম্পানি এয়ারটেল ভারতে সফলতার সঙ্গে 5জি টেস্টিং করেছে এবং স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সরকারি অনুমোদন ও অন‍্যান‍্য প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই কোম্পানি দেশে 5জি নেট‌ওয়ার্কের সূচনা করে দেবে।

আরও পড়ুন: এবার বদলে যাবে মোবাইল ফোটোগ্রাফির ইতিহাস, Samsung নিয়ে এসেছে ISOCELL GN2 50MP ইমেজ সেন্সর

কোম্পানি জানিয়েছে, এয়ারটেল চিপসেট প্রস্ততকারী কোম্পানি কোয়ালকমের সাহায্যে ভারতে 5জি চালু করবে। এয়ারটেল কোয়ালকমের রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক প্ল‍্যাটফর্ম ব‍্যবহার করে প্রত‍্যেক ইউজারের কাছে 5জি পরিষেবা পৌঁছে দেবে। এছাড়া 5জি ফিক্সড ওয়‍্যারলেস অ্যাক্সেস প্রদানের ক্ষেত্রেও কোয়ালকমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

ভারতীয় এয়ারটেলের সিটিও রণদীপ সেখোন জানিয়েছেন, “এয়ারটেল সব সময়ই নতুন টেকনোলজির দিক থেকে এগিয়ে থাকে এবং এক‌ইভাবে এবার আমরা 5জির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ভারতে আন্তর্জাতিক মানের 5জি সেল‌ আউট করার যাত্রায় আমরা কোয়ালকম টেকনোলজিসের সহায়তা পেয়ে যথেষ্ট খুশি হয়েছি।”

আরও পড়ুন: এখন আরও সস্তা দামে কেনা যাবে বাজেট ক‍্যাটাগরির Redmi 9 Prime, জেনে নিন নতুন দাম

জানিয়ে রাখি এয়ারটেল ইন্ডিয়া Qualcomm 5G RAN প্ল‍্যাটফর্ম ব‍্যবহার করে RAN যুক্ত 5জি নেটওয়ার্ক শুরু করার পরিকল্পনা করেছে। এর সাহায্যে বাড়ি বা অফিসে হাই স্পীড 5জি পরিষেবা দেওয়া সম্ভব হবে। তবে এর অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

5G টেস্টিং

কয়েক দিন আগে এয়ারটেল হায়দরাবাদ শহরে একটি কমার্শিয়াল নেটওয়ার্কে সফলতার সঙ্গে লাইভ 5জি প্রদর্শন করেছিল। এই টেস্টিঙের মধ্য দিয়ে কোম্পানি এই লিস্টে ভারতের প্রদম টেলিকম কোম্পানির স্থান দখল করেছে। এয়ারটেল বর্তমানে তাদের এই পরীক্ষা 1800 গিগাহার্টস স্পেকট্রামে NSA (নন স্ট‍্যান্ড অ্যালোন) টেকনিকের মাধ্যমে করেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই জানা গেছে OnePlus 9 Pro এবং OnePlus 9E এর সমস্ত স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে

5G ডাউনলোড স্পীড

বর্তমান টেকনোলজির তুলনায় এয়ারটেল 5জি 10× স্পীড, 10× লেটেন্সি এবং 100× কন্সিলার দিতে সক্ষম। উল্লেখ্য, হায়দরাবাদে গ্ৰাহকরা তাদের 5জি ফোনে একটি বড় সাইজের মুভি মাত্র এক সেকেন্ডের মধ‍্যে ডাউনলোড করতে পেরেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here