এবার বদলে যাবে মোবাইল ফোটোগ্রাফির ইতিহাস, Samsung নিয়ে এসেছে ISOCELL GN2 50MP ইমেজ সেন্সর

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং মোবাইল ফোটোগ্রাফির জগত সম্পূর্ণভাবে বদলে দেওয়ার জন্য একটি নতুন ইমেজ সেন্সর নিয়ে এসেছে। মনে করা হচ্ছে এই সেন্সর স্মার্টফোন ফোটোগ্রাফিকে এক অন্য লেভেলে নিয়ে যাবে এবং ইউজাররা আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর ফোটোগ্রাফির এক্সপেরিয়েন্স পাবেন। আসলে স‍্যামসাং নতুন বড় 1.4 মাইক্রোমিটার (মাইক্রন বা মাইক্রোন) এর সঙ্গে 50 মেগাপিক্সেলের ISOCELL GN2 সেন্সর পেশ করেছে। এই নতুন সেন্সর বেশ কিছু স্মার্টফোনে ব‍্যবহৃত ISOCELL GN1 কে আরও অ্যাডভান্স করবে এবং একদম নতুন ডুয়েল পিক্সেল প্রো টেকনোলজিতে কাজ করবে।

আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার

এই নতুন সেন্সরের মাধ্যমে ইউজাররা অসাধারণ ইমেজ কোয়ালিটি ও আল্ট্রা হাই রেজলিউশন পাবেন। এছাড়াও স‍্যামসাঙের এই নতুন সেন্সরের সাহায্যে ভার্টিক‍্যাল ও হরাইজন্টালি দ্রুত এবং আগের চেয়ে ভালো করে অটোফোকাস করা যাবে। দুর্দান্ত ডিটেইলসের জন্য এতে এইচডিআর‌ও আছে।

স‍্যামসাঙের বক্তব্য অনুযায়ী নতুন এইচডিআর ফিচার ব‍্যবহার করে ব‍্যাটারীর খরচ 24 শতাংশ কমানোসম্ভব হয়েছে। আর‌ও জানা গেছে এই মুহুর্তে বিপুল পরিমাণে ISOCELL GN2 এর প্রোডাকশন করা হচ্ছে। তবে এর লঞ্চ ডেট সম্পর্কে এখন কিছু বলা হয়নি।

আরও পড়ুন: OnePlus 9 লঞ্চের আগেই জেনে নিন কি কি ফিচার থাকবে এই শক্তিশালী ফোনে

স‍্যামসাঙের নতুন ISOCELL GN2 সেন্সরে 50 মেগাপিক্সেলের ইমেজ সেন্সর আছে এবং লো লাইটেও সুন্দর ছবি ক্লিক করার জন্য এতে স্মার্ট আইএস‌ও প্রো যোগ করা হয়েছে। 1/1.2 ইঞ্চির ISOCELL GN2 সেন্সর লো লাইট ফোটোগ্রাফির জন্য চারটি পিক্সেল বাইনিং টেকনিকের সঙ্গে 2.8 মাইক্রন পিক্সেলের সাহায্য নেয়। 

এই সেন্সর 100 মেগাপিক্সেল রেজলিউশনে ছবি ক্লিক করার অপশন‌ও দেয়। এছাড়া স‍্যামসাং ISOCELL GN2 সেন্সরে ডুয়েল পিক্সেল প্রো টেকনোলজি আরও সুন্দর ও দ্রুত অটোফোকাস করতে পারে। স‍্যামসাঙের বক্তব্য অনুযায়ী এটি কোম্পানির সবচেয়ে সুন্দর ফেস ডিটেকশন অটোফোকাস।

আরও পড়ুন: এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

জানিয়ে রাখি এই সেন্সর স‍্যামসাং তৈরি করলেও সবার আগে কোম্পানির নিজস্ব কোনো ফোনে ব‍্যবহার করা হবে কি না সেবিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া কোম্পানি তাদের এই অ্যাডভান্স ও লেটেস্ট সেন্সরের লঞ্চ সম্পর্কেও কিছু জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here